রোহিঙ্গাদের ব্যবহৃত সাড়ে চার লক্ষ মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধন নিয়ে প্রশ্ন
রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটি আয়োজিত জাতীয় প্রেসক্লাবে শনিবারের মানববন্ধন কর্মসূচিতে বক্তারা রোহিঙ্গাদের ব্যবহৃত সাড়ে চার লক্ষ মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধন নিয়ে প্রশ্ন তুলেছেন।
বাংলাদেশ মুঠোফোন অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ২০১৭ সাল থেকেই রোহিঙ্গারা বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক অবৈধভাবে ব্যবহার করছেন। অবৈধভাবে স্থানীয় নাগরিকদের নামের মোবাইল সিম সংযোগ নিয়ে মাদকদ্রব্য ব্যবসা, চোরাচালানের মতো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। আর হয়রানির শিকার হচ্ছে স্থানীয় নাগরিকরা।
তিনি আরো বলেন গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংকেত থাকা সকল হ্যান্ডসেটটি বেছে বৈধতা প্রদান করেছেন বিটিআরসি। আমাদের প্রশ্ন, তাহলে রোহিঙ্গাদের ব্যবহৃত প্রায় সাড়ে চার লক্ষ মোবাইল হ্যান্ডসেট কাদের নামে নিবন্ধিত হয়েছে।
বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় নিরাপত্তার সাথে সম্পৃক্ত। সরকার ও বিটিআরসির দৃষ্টি আকর্ষণ করতে চাই বিষয়টি দ্রুত পরিষ্কার করার।