আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে শুক্রবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দলটির মনোনয়ন কে পাবেন তা জানা যাবে শনিবার।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র জমা দেয়ার পর এ ঘোষণা দেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘যেহেতু ডিএসসিসিতে আমাদের দলীয় মনোনয়ন প্রত্যাশী অন্য কোনো প্রার্থী নেই তাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আমাদের চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে। আর ঢাকা উত্তরের প্রার্থী নিয়ে সিদ্ধান্ত শনিবার জানানো হবে।’
রিজভী জানান, শনিবার বিকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান অফিসে দলের মনোনয়ন বোর্ড ডিএনসিসিতে প্রার্থী হতে চাওয়া দুজনের সাক্ষাৎকার নেবে এবং তারপর সিদ্ধান্ত ঘোষণা করা হবে, সূত্র ইউএনবি।
তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি নির্বাচনের জন্য কাউন্সিলর প্রার্থীদের যাচাই-বাছাই করবে বিএনপি।
রিজভী জানান, কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নের দেয়ার জন্য দুটি টিম গঠন করা হয়েছে।
বিএনপির এ নেতা বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহার না করা এবং নির্বাচন নিয়ে তাদের দলের অন্যান্য পর্যবেক্ষণ সম্পর্কে তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে অবহিত করবেন।
এর আগে, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির তিন নেতা আসাদুজ্জামান রিপন, তাবিথ আউয়াল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দলীয় মনোনয়নপত্র জমা দেন।
রিপন ও তাবিথ ঢাকা উত্তর এবং ইশরাক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়পত্র জমা দেন।
বিএনপির নির্বাহী সদস্য তাবিথ ২০১৫ সালে উত্তর সিটির নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন।
রিপন বিএনপির বিশেষ সম্পাদক এবং ছাত্রদলের সাবেক সভাপতি। অন্যদিকে, ইশরাক বিএনপির সদস্য এবং অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।
দুই সিটিতে আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও জানুনঃ বিবিধ ও ঢাকা সিটি কর্পোরেশন
Tag: Prothom Alo Potrika, Prothom Alo Potrika News