মেসি-নেইমারের উপস্থিতিতে অস্থির এমবাপ্পে
মেসির পিএসজি’তে যোগদানের পরই পিএসজি ছাড়তে চেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। দরজা খুলে অপেক্ষায় রয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু পিএসজি নানা অজুহাতে শেষ পর্যন্ত ধরে রেখেছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে।
এমবাপ্পেকে ধরে রাখার পর থেকেই পিএসজির ভেতরে যেন আগুন জ্বালিয়ে দিয়েছেন তিনি। শুরুতে নেইমারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এরপর এখন মেসিকে সতর্কবার্তা প্রেরণ করছেন তিনি। মোটকথা, মেসি এবং নেইমারের উপস্থিতিতে নিজেকে স্থির রাখতে পারছেন না।
বিশ্বসেরা তিন ফরোয়ার্ডই এখন রয়েছে পিএসজির হাতে। এর মধ্যে নেইমার এবং মেসি- এ দু’জন ঘনিষ্ঠ বন্ধু। তাদের দু’জনের বোঝাপড়াও দারুণ। মাঠেও সেটার প্রকাশ ঘটে। যে কারণে এমবাপ্পে মনে করেন, মাঠের মধ্যে তিনি নিজে বঞ্চিত হন। মেসি কিংবা নেইমার তাকে ঠিকমত বলের জোগান দেন না।
এমবাপ্পের বক্তব্য হলো, “পিএসজিকে এগিয়ে নিতে হলে তিনজনকেই একসঙ্গে কাজ করতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে হবে। না হয়, কঠিন সময় চলতেই থাকবে। আরএমসি স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে এমবাপে বলেন, ‘আপনি যখন তাদের মত খেলোয়াড়দের (নেইমার-মেসি) সঙ্গে খেলবেন, তখন আপনাকে সমানভাবেই কেকটা কেটে শেয়ার করতে হবে। যেন তিনজনই সমানভাবে কেকটা খেতে পারে। আপনি কখনোই বলতে পারেন না যে, তুমি অমুককে পাস দিতে পারো না কিংবা অন্য কাউকে না, শুধু আমাকে।”
এমবাপ্পে তার এই কথা দিয়ে কী বোঝাতে চেয়েছেন, তা পুরোপুরি স্পষ্ট। পরক্ষণে তিনি বলেন, “আপনাকে অবশ্যই স্মার্ট হতে হবে। এখানে প্রায় প্রতিটি সময়ই হতাশার মুহূর্ত আসতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমরা তিনজনই চাই পিএসজিকে জেতাতে।”
নেইমারের সঙ্গে যে ঘটনা এমবাপ্পের ঘটেছে, এর পরবর্তী আপডেট কী? জানতে চাইলে তিনি বলেন, “এ ধরনের ঘটনা তো প্রায়ই ঘটে। আমাকে আরও অনেক কিছু চিন্তা করতে হয়। যে কারণে এটাকে খুব বেশি পাত্তা দিই না। বাইরে থেকে এটা একটু বিস্ময়কর মনে হতে পারে। কিন্তু ভেতরে ভেতরে আমরা জানি, এর মধ্যে কী আছে।”
“নেইমারের প্রতি খেলোয়াড় এবং ব্যক্তি হিসেবে অনেক শ্রদ্ধা রয়েছে। মাঠে এখন এতবেশি ক্যামেরা যে, কোনো কিছুই আর চোখ এড়াচ্ছে না। কিন্তু এটা হচ্ছে ফুটবল খেলা আর আমাদের মধ্যে কোনো সমস্যাই নেই।”
তবে মেসির আগমনে এমবাপ্পে অখুশি- এ কথা মানতে নারাজ তিনি। এমবাপ্প বলেন,
“সত্যি বলতে মেসির সঙ্গে খেলতে খুবই সহজ। তিনি সত্যিই ফুটবল খেলাটাকে বোঝেন। সব সময়ই জানেন, কী করতে হবে।”