জাতীয়

মুজিবনগর সরকারের প্রকৃত কর্মচারীদের ভূমি মন্ত্রণালয়ের পদে আত্তীকরণের গণবিজ্ঞপ্তি প্রকাশ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন ও কন্টেম্প মামলার আদেশের পরিপ্রেক্ষিতে প্রাক্তন মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে দাবীদার প্রার্থীদের ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পদে আত্তীকরণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়।

এজন্য ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা হয়েছে। দরখাস্ত জমাদানের শেষ তারিখ আগামী ১০ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ।

গণবিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্তের সাথে প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে: ‘বয়স প্রমাণের জন্য শিক্ষাগত সনদ’, ‘মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে নিয়োগপত্র ও ছাড়পত্র’, ‘জাতীয় পরিচয় পত্র’, ‘নাগরিক সনদ’, ‘মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে আত্তীকরণের নিমিত্ত সংস্থাপন (বর্তমানে জনপ্রশাসন) মন্ত্রণালয় কর্তৃক মনোনয়ন পত্র’, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্রের আলোকে মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে যোগ্যতার প্রমাণক’ এবং ‘সংশ্লিষ্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদ’ জমা দেওয়ার আহবান জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − seven =

Back to top button