ফেসবুক বিভ্রাটঃ টেলিগ্রামে ৭ কোটি গ্রাহক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এর মালিকানাধীন সেবাগুলো বন্ধ থাকায় হুহু করে মানুষ অন্য প্ল্যাটফরমে যোগ দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম।
কারণ, মাত্র ৬ ঘণ্টায় ৭ কোটিরও অধিক নতুন গ্রাহক পেয়েছে অ্যাপটি। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ ৭ কোটি নতুন গ্রাহক প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রায় ছয় ঘণ্টা ফেসবুক ও এর মেসেজিং সেবা থেকে বঞ্চিত ছিল গ্রাহকরা। আর তাই তারা বিকল্প হিসাবে টেলিগ্রামে যুক্ত হন।”
কনফিগারেশনে জটিলতার কারণে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের প্রায় ৩৫০ কোটি গ্রাহক এগুলোর সেবা ব্যবহার করতে পারেননি। নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দুরভ বলেন, “টেলিগ্রামের গ্রাহক সংখ্যার দৈনিক প্রবৃদ্ধি হঠাৎ করেই হু হু করে বেড়ে গেছে। আমরা একদিনে অন্যান্য প্ল্যাটফরমের ৭ কোটি শরণার্থীকে স্বাগত জানিয়েছি।”
অবশ্য এর আগেও হোয়াটসঅ্যাপ নিজেদের গোপন নীতি পরিবর্তন করায় ব্যবহারকারীরা অনেকেই পাড়ি জমান অন্য মেসেজিং অ্যাপে। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি ইস্যুতে তখনো সবচেয়ে বেশি লাভবান হয়েছে টেলিগ্রাম। অ্যাপটি ছয় কোটি ৩০ লাখের অধিক ডাউনলোড হয়।