তালেবান সরকারের উপর নিষেধাজ্ঞা আইএসকে শক্তিশালী করবেঃ ইমরান খান
আফগানিস্তানে তালেবানের গঠিত সরকারের ওপর নিষেধাজ্ঞা উগ্রবাদী সংগঠন আইএসকেই শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
সোমবার ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে দেয়া এক সাক্ষাতকারে এই মন্তব্য করেন তিনি।
সাক্ষাতকারে ইমরান খান বলেন, “বিশ্বের আবশ্যিকভাবে আফগানিস্তানে যুক্ত থাকা উচিত কেননা যদি তারা একে দূরে ঠেলে দেয়, তবে তালেবানের মধ্যে থাকা কট্টরপন্থীদের উৎসাহিত করবে এবং তারা তালেবানকে আবার ২০ বছর পেছনে নিয়ে যাবে। আর তা হবে একটি দুর্যোগ।”
তিনি বলেন, “২০ বছর পর যুক্তরাষ্ট্র দেখানোর মতো কি পেয়েছে? স্থিতিশীল আফগানিস্তান ও সরকার, যে আইএস দমন করতে পারে।”
ইমরান খান বলেন, “বিশ্বাস করুন, আইএসকে দমনে তালেবানই সর্বোত্তম। পশ্চিমা দেশগুলোর দাবি অনুযায়ী নারী অধিকার ও নারী শিক্ষার বিষয়ে তালেবানের সম্মান প্রদর্শনের বিষয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, এই জন্য তাদেরকে সময় দেয়া প্রয়োজন। অবশ্য তারা এরমধ্যেই এই বিষয়ে প্রতিজ্ঞা করেছে।”
তিনি বলেন, “আমার মতামত হচ্ছে তালেবানকে কোনো বিষয়েই জোর করা উচিত হবে না। তারা বলেছে যে তাদের (আফগান নারীদের) শিক্ষার সুযোগ দেয়া হবে, ইসলামি বিধানের মধ্যেই কাজের সুযোগ দেয়া হবে। তালেবানের ওপর চাপ প্রয়োগ করলে এর ফল ভিন্ন হতে পারে বলে মন্তব্য করেন ইমরান খান।
সূত্র : আনাদোলু এজেন্সি