রাজনীতি

আওয়ামী লীগ প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছেঃ মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, “গতকাল (মঙ্গলবার) ওবায়দুল সাহেব আমার নাম ধরেই বলেছেন ‑ আমি নাকি রঙিন স্বপ্ন দেখছি। আর আপনারা কী দেখছেন? আপনারা দেখছেন দুঃস্বপ্ন। আ.লীগ প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছে – এই বুঝি বিএনপি এলো, আপনাদের ক্ষমতা গেলো।”

আজ বুধবার বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আফসার আহমদ সিদ্দিকীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে আয়োজিত দোয়া ও আলোচনাসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ বারবার চিৎকার করে বলে ‑ আমরা উন্নয়ন করছি, মেগা উন্নয়ন হচ্ছে। যখন পদ্মা সেতু-মেট্রো রেল উদ্বোধন হবে তখন বিএনপি চোখে সর্ষেফুল দেখবে। কিন্তু বিএনপি না, সর্ষেফুল আপনারা দেখবেন। এই কাজগুলো করছেন নিজেদের পকেট ভারি করার জন্য।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ‑ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + fifteen =

Back to top button