Lead Newsআন্তর্জাতিক

ইয়েমেনে হামলাঃ ১৬০ হুথি বিদ্রোহী নিহত

সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের সরকার শনিবার জানিয়েছে, তারা কৌশলগত মারিব নগরীর দক্ষিণে আবদিয়ায় হামলা চালিয়ে ১৬০ হুথি বিদ্রোহীকে হত্যা করেছে।

সৌদি প্রেস এজেন্সির উদ্ধৃতি দিয়ে কোয়ালিশন জানায়, গত ২৪ ঘণ্টায় আমরা ৩২টি হামলা চালিয়েছি। আমরা তাদের ১১টি সামরিক যান ধ্বংস করেছি, ১৬০ জনের বেশি সন্ত্রাসীকে নির্মূল করেছি।

বিদ্রোহীরা খুব কমই তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য দেয়। আর ওই দাবিও নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি। কোয়ালিশন জানায়, সোমবার থেকে মারিব দখলের লড়াইয়ে ইরান-সমর্থিত সাত শতাধিক বিদ্রোহী নিহত হয়েছে।

মারিব থেকে ১০০ কিলোমিটার দূরে আবদিয়ার অবস্থান। উত্তরে আন্তর্জাতিক স্বীকৃত সরকারি বাহিনীর এটিই সর্বশেষ ঘাঁটি। একটি অনুগত সূত্র এএফপিকে জানায়, চার সপ্তাহের অবরোধের পর বিদ্রোহীরা এখন আবদিয়া জেলার মধ্যস্থলে অবস্থান করছে।

ওই কর্মকর্তা বলেন, সরকারপন্থী বাহিনীকে সমর্থনকারী ইয়েমেনি গোত্রগুলোর ওপর বিদ্রোহীরা অপহরণ করেছে, কারারুদ্ধ করেছে, নির্যাতন চালিয়েছে।

ওই কর্মকর্তা বলেন, গত ২৪ ঘণ্টায় প্রায় ২০ জন অনুগত সৈন্য ও গোত্রীয় লোক নিহত হয়েছে। আরেক সামরিক কর্মকর্তাও একই হিসাব দিয়েছেন।

হুথিরা গত ফেব্রুয়ারিতে মারিব দখলের জন্য বড় ধরনের অভিযান চালায়। কিছু দিন বিরতি দিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা নতুন করে তাদের অভিযান শুরু করেছে।

সূত্র : গার্ডিয়ান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 15 =

Back to top button