রাজনীতি
সংসদের মহিলা আসনে শেরীফা কাদেরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নং-৩৪৫, মহিলা আসন-৪৫-এর শুন্য আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেরীফা কাদের-এর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে রিটার্নিং অফিসার কমিশনের যুগ্ম সচিব মোঃ আবুল কাসেম শেরীফা কাদের-এর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য লেঃ জেঃ মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, মেজর (অব.) রানা মোঃ সোহেল এমপি, জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান পীর ফজলুর রহমান মিজবাহ এমপি, যুগ্ম মহাসচিব মোঃ বেলাল হোসেন, যুগ্ম কোষাধ্যক্ষ এড. আবু তৈয়ব, সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সদস্য নাহার ইতি।