মহাসড়ক সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়ক সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দুই ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সমাধানে কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বহুল ব্যবহৃত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার অভাবে পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। ফলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে এই সড়কে। তবুও প্রতিদিন মৃত্যুঝুকি নিয়ে এই সড়কে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের।
বাধ্য হয়ে শিক্ষার্থীরা সড়ক সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিকেলে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে এসে মিলিত হয়। পরে ফটকের সামনের সড়ক অবরোধ করেন তারা।
এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীদের সাথে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের গায়ে হাত তোলে। ফেসবুক লাইভে শিক্ষার্থীদের গায়ে হাত তোলার বিষয়টি ছড়িয়ে পড়লে আরো দুই শতাধিক শিক্ষার্থী আন্দোলনে যোগ দেন। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তার ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।
পরে সন্ধ্যা ৭টার দিকে প্রক্টরের কার্যালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সামনে ক্ষমা চান দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম। পরে সড়ক সংস্কারের ব্যাপারে কুষ্টিয়া ও ঝিনাইদহ প্রশাসনের সাথে আলোচনার আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী জি কে সাদিক বলেন, ‘সড়ক দ্রুত সংস্কারের ব্যাপারে দুই জেলা প্রশাসনের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনার আশ্বাসে আমরা অবরোধ প্রত্যাহার করেছি। অতি দ্রুত সড়ক সংস্কার না হলে শিক্ষার্থীরা আবারো রাস্তায় নেমে আসবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমাদেরও দাবি এই সড়কটি দ্রুত সংস্কার করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি।