Lead Newsআইন ও বিচার

সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় আটক সৈকত কারমাইকেল ছাত্রলীগ থেকে ‘বহিষ্কৃত’

রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ার হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় র‍্যাবের হাতে আটকের আগেই মো. সৈকত মণ্ডলকে ছাত্রলীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।

রংপুর মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে এই দাবি করে বলা হয়েছে যে, সৈকত কারমাইকেল কলেজ ছাত্রলীগের দর্শন বিভাগের সহ-সভাপতি ছিলেন। সাম্প্রতিক ঐ সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার সৈকত ও রবিউলকে রংপুর থেকে আটক করে র‌্যাব। সাধারণ নেতা-কর্মীরা এর আগেও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেওয়ায় সৈকতের উপর ক্ষুব্ধ ছিলো বলে জানা গেছে।

গ্রেপ্তারের পর আজ শনিবার (২৩ অক্টোবর) র‌্যাব সদরদপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে র‍্যাবের পক্ষ থেকে সৈকতকে পীরগঞ্জের মাঝিপাড়ায় হিন্দুপল্লীতে সহিংসতার ঘটনায় অন্যতম হোতা হিসাবে দায়ী করা হয়।

রংপুর মহানগর ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন জানান, ‘গত ১৮ অক্টোবর মাঝিপাড়ার ঘটনায় সরাসরি অংশ নেওয়ার প্রমাণ পাওয়ায় দর্শন বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সৈকতকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় কারমাইকেল শাখা ছাত্রলীগের সহসভাপতি তানজিরুল ইসলামকেও বহিষ্কার করে ছাত্রলীগ।’

ঐতিহাসিক এ কলেজের সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের সাধারণ নেতাকর্মীর জানান, দর্শন বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র সৈকত মণ্ডল আগে থেকেই সাম্প্রদায়িক মনোভাবাপন্ন। আগেও তার ফেসবুক থেকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ায় সহপাঠীরা ক্ষুব্ধ ছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =

Back to top button