ক্রিকেট

টাইগারদের নেতৃত্বে পরিবর্তন নিয়ে যা বললেন বিসিবি প্রেসিডেন্ট

টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জিম্বাবুয়ে সফরে গিয়ে হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এরপর থেকেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে রিয়াদের একটি প্রকাশ্য দ্বন্দ্ব চলছে।

এবার সমালোচকদের মন্তব্যে কষ্ট পেয়েছেন জানিয়ে পাপনের সঙ্গে চলমান দ্বন্দ্বকে আরো চাঙা করে দিলেন মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহ জানান, স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর বোর্ড থেকে তাদের দিকে আঙুল তোলায় কষ্ট পেয়েছেন। সমালোচনা করতে গিয়ে ক্রিকেটারদের ছোট করা হয়েছে দাবি করেন তিনি।

মাহমুদউল্লাহর এমন বক্তব্যে অবাক হয়েছেন বলে জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি এমন মন্তব্য করেছেন।

সেই ঘটনার জেরে সাংবাদিকরা বিসিবি সভাপতিকে প্রশ্ন করেন, ভবিষ্যতে কী টি-টোয়েন্টি অধিনায়ক পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে?

জবাবে পাপন বলেন, ‘না, এই মুহূর্তে নেতৃত্ব (টি-টোয়েন্টি ফরম্যাটে) বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই। তবে এটা স্বাভাবিক, যে কোনো সময় নেতৃত্বে পরিবর্তন আসতে পারে এবং এখানেও সম্ভাবনা আছে যে, নেতৃত্বে পরিবর্তন আসবেই। তবে কোন ফরম্যাটে পরিবর্তন আসছে সেটা আমি এখন আমি প্রকাশ করবে না।’

বিসিবি বস সরাসরি কিছু না বললেও বোঝা যাচ্ছে, বিশ্বকাপে মাহমুদউল্লাহর বিব্রতকর বক্তব্যের কারণে এই ফরম্যাটে অধিনায়কত্ব পরিবর্তন হতে পারে, এটাই এখন যেন অবধারিত বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + two =

Back to top button