বছরজুড়ে শিক্ষাখাতে যত অর্জন
চোখের পলকে বছর ঘুরে যায়। দেখতে দেখতে ২০১৯ সালও শেষ। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, অর্থনীতি, পররাষ্ট্র নানা অঙ্গনের বিবিধ ঘটনায় সরগরম ছিলো দেশ। বাদ পড়েনি দেশের শিক্ষাঙ্গনও। আলোচনা-সমালোচনা মুখর ছিলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যেও শিক্ষা খাতে অর্জনের ঝুলি কম বড় নয়। নতুন মন্ত্রিপরিষদ, রদবদল শেষে শিক্ষাখাতের উন্নয়নের দিকেই তাকিয়ে ছিলো পুরো দেশ। চলুন দেখে নেই ২০১৯ সালে শিক্ষাখাতের অর্জনগুলো কি ছিলো।
# শিক্ষাখাতে সবচেয়ে বড় অর্জন নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি। দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর ২০১৯ সালে সরকার একসঙ্গে ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় নিয়ে আসে।
# চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রমকে যুগোপযোগী করার লক্ষ্যে পরিমার্জনের কাজ শুরু করা হয়েছে।
# পাবলিক, প্রাইভেট ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে বিধিমালা প্রয়োগের উদ্যোগ গ্রহণ।
# ২০২০ সাল থেকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৬৪০টি স্কুলে কারিগরি শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তকরণ এবং ২০২১ সাল থেকে মাধ্যমিকের সকল ক্লাসে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
# প্রশ্নপত্র ফাঁস ও গুজব প্রতিরোধ এবং নির্ধারিত সময়ের আগেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা।
# শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ১৩ হাজার স্কুল, কলেজ ও মাদরাসার নতুন ভবনের কাজ শুরু।
# শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নতুন করে ২ হাজার ৪৯৪ জনকে অর্গানোগ্রামে অন্তর্ভুক্তকরণ।
# শিক্ষার মানোন্নয়নে অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন।
# বঙ্গবন্ধু এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন পাশ।
# হবিগঞ্জ ও চাঁদপুরে নতুন বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন।
# মাদ্রাসা বোর্ড আইন ২০১৯ পাস।
# ১০ বছর ধরে ঝুলে থাকা শিক্ষা আইন চূড়ান্তকরণ।
# খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম চালুকরণ।
# কোচিং বাণিজ্য বন্ধে কার্যকর বিধিমালা প্রণয়ন।
# জিপিএ গ্রেডিং সিস্টেমে সমন্বয় করা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জিপিএ ৫ এর পরিবর্তে জিপিএ ৪ প্রবর্তনের উদ্যোগ গ্রহণ।
# একাদশ শ্রেণির ৩০ লক্ষ পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো।
# হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নির্যাতন রোধে কমিটি করার উদ্যোগ গ্রহণ।
# র্যাগিং প্রতিরোধে অ্যান্টি বুলিং বিধিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
# বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কর্নার’ চালু করা হয়েছে।
# ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের উদ্দেশ্যে একটি সফল পাইলটিং প্রজেক্ট সম্পন্ন হয়েছে। এবং ২০২০ সালে মাধ্যমিক পর্যায়ে তিনটি বিষয়ে (শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, চারু ও কারু, কর্ম ও জীবনমুখী শিক্ষা) ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি কার্যকর করা হবে। অন্যান্য বিষয়ে শতকরা ২০ ভাগ নম্বর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে দেয়া হবে। এ উদ্দেশ্যে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির সমস্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে ২টি ডায়েরি সরবরাহের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
# বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২য় গ্রেডের ৩টি পদ সৃজন এবং ৩য় গ্রেডে ৯৮টি পদ আপগ্রেড করা হয়েছে। এছাড়াও ২য় ও ৩য় গ্রেডের আরও ৩৩৫ পদ সৃজন। আপগ্রেডের কাজ চলমান রয়েছে। অভিন্ন পর্যায়ের প্রায় ১২ হাজার ৫০০টি পদ সৃজনের কার্যক্রমের কাজ উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
# দীর্ঘ দিন ঝুলে থাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগের জটিলতার আংশিক অবসান ঘটিয়ে ৭০২ জন কে নিয়োগ প্রদান।
# দেশের সরকারি কলেজগুলোকে ই-ফাইলিংয়ের আওতায় আনার উদ্যোগ গ্রহণ।
# সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং করার জন্যে মাঠ পর্যায়ের মনিটরিং ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। আশা করা যাচ্ছে এই মনিটরিংয়ের ফলে অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরে আসবে।
# দেশের মাধ্যমিক স্কুলে আকস্মিক পরিদর্শন চালু করা হয়েছে। এতে বিনা অনুমতিতে শিক্ষকদের কর্মস্থলে অনুপস্থিতির হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।
# দেশে ২০ হাজার স্কুলে পর্যাপ্ত বৈজ্ঞানিক সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে।
# উচ্চশিক্ষা অঙ্গনে অস্থিরতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
# ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের বিরাজমান সমস্যা সমূহের সমাধান করা হয়েছে।
# কলেজগুলোর চাহিদা পূরণের উদ্যোগ গ্রহণ।
# স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার বেতন কাঠামো কারার জন্য চূড়ান্ত নীতিমালা প্রণয়ন।
# স্কুল ও কলেজের শিক্ষকদের জন্য আত্মীকরণ বিধিমালা প্রণয়ন।
# বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ বিধিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ।
# বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অটিজম একাডেমি স্থাপনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন।
# বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা সহজিকরণ।
# দীর্ঘ দিন বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাডেমিক স্বীকৃতি এবং পাঠদানের অনুমতি প্রদান।
# কওমি মাদরাসার পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
# শিক্ষার্থীদের আমিষের ঘাটতি মেটাতে পরিপত্র জারি করা হয়েছে এবং ইতোমধ্যে ৬ হাজার স্কুলে মিড ডে মিল চালু করা হয়েছে। ২০২০ সালে পর্যায়ক্রমে সকল স্কুলে মিড ডে মিল চালু করা হবে।
# বন্ধ থাকা শিক্ষা বৃত্তিসমূহ চালু করার উদ্যোগ গ্রহণ।
# মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীকে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
# প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্য মনিটরিং করা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রত্যেক স্কুলে ওজন ও উচ্চতা মাপার যন্ত্র ক্রয় করা হবে।
# রিপ্রোডাকটিভ হেলথ ও জেন্ডার ইকুইটি বিষয়ে সব স্কুলে সচেতনতামূলক কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
# পারিবারিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে সকল স্কুলে কাউন্সিলিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
# মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বয়স বিবেচনা করে পুষ্টিকর খাদ্য তালিকা সকল অভিভাবকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ।
# যে সব স্কুলে কো-এডুকেশন চালু আছে সেসব স্কুলে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ওয়াশ ব্লক তৈরি করা হয়েছে।
# শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ে খেলাধুলা ও শরীর চর্চা করার সুযোগ ও প্রণোদনা পায় তার ব্যবস্থা গ্রহণ।
# ২০১৯ সালে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানো শীর্ষক একটি প্রজেক্ট অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে। প্রজেক্টের অংশ হিসেবে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শীর্ষক প্রায় লাখ খানেক রিপোর্ট ও ডকুমেন্টারি তৈরি করে।
# একটি প্রজেক্টের মাধ্যমে ২০২০ সাল থেকে শিক্ষার্থীদের ৭টি সফট স্কিলসে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। সফট স্কিলসগুলো হল- ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যালিটি, মোরালিটি, সোশ্যাল কমিটমেন্ট, এমপ্লয়াবিলিটি, অ্যাডাপ্টিবিলিটি ও স্বাস্থ্য। এই সফট স্কিলসগুলো ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে মূল্যায়িত হবে।
# নিয়মিতভাবে প্রতি বৃহস্পতিবার শিক্ষার্থীদের দিয়ে শিক্ষাঙ্গন পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
# শতবর্ষী ১৩টি কলেজকে ‘সেন্টার অব এক্সিল্যান্স’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ।
# শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়াল ঘেঁষে সিগারেটের দোকান না রাখার নির্দেশনা জারি।
# নীতি শিক্ষার অংশ হিসেবে বিভিন্ন স্কুল ও কলেজে সততা স্টোর চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল স্কুল কলেজে সততা স্টোর চাল করা হবে, সূত্র অধিকার নিউজ।
আরও খবর পেতেঃ শিক্ষাঙ্গন ও জেলা শিক্ষা অফিস
Tag: Latest educational news, Latest educational news today, Latest educational news update, Latest educational news bd