Lead Newsক্রিকেটখেলাধুলা

টাইগার ক্রিকেটের গৌরব ও হতাশার বছর ২০১৯

আর মাত্র দুইটি সূর্যোদয়; তারপরই চিরতরে বিদায় নেবে ইংরেজি বর্ষের ২০১৯ সাল। বিদায়ের অপেক্ষায় থাকা বছরটিতে গোটা দেশজুড়ে ঘটেছে নানান আলোচিত-সমালোচিত ঘটনা। পিছিয়ে নেই বাংলাদেশ ক্রিকেটও। আশা-হতাশা আর উত্থান পতনে কেটেছে বাংলাদেশ ক্রিকেটের ২০১৯ বর্ষ।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশ ক্রিকেটে চলতি বছরের সবচেয়ে বড় ও আলোচিত ঘটনা। যা বিশ্ব গণমাধ্যমের টপ শিরোনামও হয়েছে। এছাড়া দেশের ক্রিকেটারদের ১১ দফা আন্দোলন, বিশ্বকাপে সাকিবের অতিমানবীয় পারফরম্যান্স, মুস্তাফিজের ২০ উইকেট, প্রথম শিরোপা জয়, শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ ও আফগানিস্তানের কাছে টেস্ট হারের মতো ঘটনাও ঘটেছে। বছরজুড়ে বাংলাদেশ ক্রিকেটের এমনই সব আলোচিত-সমালোচিত ঘটনাগুলো তুলে ধরা হলো।

নিষিদ্ধ সাকিব আল হাসান 

নিঃসন্দেহে ২০১৯ সাল কখনোই ভুলবেন না সাকিব আল হাসান; ভুলবে না বাংলাদেশ ক্রিকেটও। সূর্যাস্তের অপেক্ষায় থাকা বছরটিতে সাকিব ছিলেন ফর্মের তুঙ্গে, খেলেছেন ওয়ানডে বিশ্বকাপ। সবকিছু যেন ছাপিয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক দুই বছরের জন্য নিষেদ্ধাজ্ঞা। তিন তিনবার জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হন বাংলাদেশের পোস্টার বয়। তবে দায় শিকার করায় দুই বছরের মধ্যে এক বছর পুরোপুরি নিষিদ্ধ, আর বাকি এক বছর স্থগিত নিষেধাজ্ঞা অর্থাৎ খেলতে পারবেন। তবে আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে। ২০২০ সালের ২৯ অক্টোবর আবারও মাঠে ফিরতে পারবেন সাকিব।

১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘট

প্রথমবারের মতো বাংলাদেশের প্রথম শ্রেণির সব ক্রিকেটাররা এক ছাতার নিচে এসে ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানোসহ মোট ১১ দফা দাবিতে ধর্মঘট ডাকে। গেল ২১ অক্টোবর ডাকা এ আন্দোলনের সঙ্গে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররাসহ প্রায় সকলেই একাত্বতা পোষণ করে। ধর্মঘটের ৭২ ঘণ্টার মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের দাবি-দাওয়া মেনে নিলে আবারও মাঠে ফিরেন তারা।

বাংলাদেশের প্রথম শিরোপা জয়

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষা দূর হয় ২০১৯ সালে। এ বছরই মাশরাফির নেতৃত্বে বহুজাতিক কোনো টুর্নামেন্টের প্রথম কোনো ট্রফি জিতে বাংলাদেশ দল। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ ৯ বছরে ছয়টি ফাইনাল খেলে টাইগাররা। কিন্তু প্রতিটি ফাইনালেই হয়েছে স্বপ্ন ভঙ্গ; সঙ্গী হয়েছে কান্না। একেকটি ফাইনাল যায়, আর বাংলাদেশের হৃদয় ভাঙার গল্প তৈরি হয়। অবশেষে ২০১৯ সালের মে’তে সে অপেক্ষা ফুরায়, শেষ হয় হতাশার পালা। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ক্যারিবীয়দের হারিয়ে শিরোপার স্বাদ পায় লাল-সবুজের জার্সিধারীরা।

বিশ্বকাপে বাংলাদেশ 

১৯৯৯ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করে বাংলাদেশ। আর ২০১৯ ছিল বাংলাদেশের ষষ্ঠ বিশ্বকাপ আসর। নিজেদের ইতিহাসের সেরা দল নিয়ে বিশ্বকাপ খেলতে গেলেও সেরা ফল আনতে পারেনি টাইগাররা। দুর্দান্ত শুরু করলেও শেষ পর্যন্ত হতাশায় মোড়ানো ছিল টাইগারদের বিশ্বকাপ মিশন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে শুরু হয় বাংলাদেশ দলের দ্বাদশ বিশ্বকাপ; যার সমাপ্তি হয় পাকিস্তানের বিপক্ষে বড় পরাজয়ে। মধ্যখানে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারায় মাশরাফিরা। হারে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের কাছে। বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হয় পরিত্যক্ত।

সাকিবময় বিশ্বকাপ 

বিশ্বকাপের দ্বাদশ আসর ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানময়। সাকিব যা করেছেন তা তো দেখেছে গোটা বিশ্বকাপ। এক বিশ্বকাপে ৬০৬ রান, ১১ উইকেট। কোনো একটি বিশ্বকাপে কমপক্ষে ১০ উইকেট আর ন্যূনতম পাঁচশোর বেশি রান করতে পারেননি দুনিয়ার আর কোনো ক্রিকেটার। বিশ্বকাপের আট ম্যাচের আট ইনিংসের মধ্যে সাতটিতেই পঞ্চাশোর্ধ্ব স্কোর সাকিবের। দুই সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে মোট রান ৬০৬। গড় ৮৬.৫৭; স্ট্রাইকরেট ৯৩.০৩। বল হাতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট ছিল সেরা ইনিংস। ৭৪ ওভার বোলিং করে ৩৬.২৭ গড় এবং ৫.৩৯ ইকোনমিতে শিকার করেন ১১ উইকেট।

মুস্তাফিজের ২০, টানা দুই পাঁচ উইকেট

যে আলো নিয়ে ক্রিকেট অঙ্গনে মুস্তাফিজের আর্বিভাব হয়েছিল এখন আর তাকে সে আলো ছাড়াতে খুব একটা দেখা যায় না। বিশ্বকাপের শুরু দিকেও ঝলক দেখাতে পারেননি তিনি। তবে শেষ দিকে ভয়ঙ্কর হয়ে ওঠেন দ্য ফিজ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট। সবমিলিয়ে ২০ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড হয়েছে মুস্তাফিজের। আগের রেকর্ড ছিল বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের (১৩ উইকেট)। এই বিশ্বকাপে দেশের দ্রুততম বোলার হিসেবে তিনি স্পর্শ করেছেন ১০০ উইকেটের মাইলফলক। ৫৪ ম্যাচে চতুর্থ দ্রুততম বোলার হিসেবে উইকেট সংখ্যাকে মুস্তাফিজ নিতে পেরেছেন তিন অঙ্কে। উপমহাদেশীয় পেসারদের ক্যাটাগরিতে ১০০ উইকেট নেওয়ায় তিনিই দ্রুততম।

সন্ত্রাসী হামলার মুখে বাংলাদেশি ক্রিকেটাররা

মার্চের ঘটনা; ক্রাইস্টচার্চ টেস্ট শেষেই নিউজিল্যান্ড সফর শেষ হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে ঘটে সন্ত্রাসী হামলার ঘটনা। এতে অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। লিটন দাস ও নাঈম হাসান ছাড়া বাংলাদেশ দলের সবাই মাঠে অনুশীলনে ছিলেন। অনুশীলন শেষে তারা ওই মসজিদে জুমার নামাজ আদায়ে যান। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। আতঙ্কিত খেলোয়াড়েরা তখন দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। সেই সন্ত্রাসী হামলার জেরে বাতিল করা হয় বাংলাদেশের ক্রাইস্টচার্চ টেস্ট। সেই ট্রমা থেকে বের হতে বাংলাদেশি ক্রিকেটারদের সময় লেগেছিল অনেকদিন।

টেস্ট বাংলাদেশের পাঁচে

বিদায়ের অপেক্ষায় থাকা ২০১৯ সালে বাংলাদেশ ক্রিকেট দল সাদা পোশাকে ছিল একদমই রঙহীন। এ বছরে পাঁচটি টেস্ট খেলে সাকিব-মাহমুদউল্লা-মুমিনুলরা। যেখানে জয় তো নেই বরং ইনিংস ব্যবধানে হেরেছে চারটি আর টেস্ট ক্রিকেটের নবাগত দল আফগানিস্তানের কাছে হেরেছে লজ্জার হার। বছরের প্রথমে বাংলাদেশ দলের টেস্ট প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। যেখানে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই হারে ইনিংস ব্যবধানে। শেষ দুইটিও ইনিংস ব্যবধানে হারে ভারতের কাছে।

বাংলাদেশের গোলাপি বলে অভিষেক

২০১৯ সালের ২২ নভেম্বর গোলাপি বলে অভিষেক হয় বাংলাদেশ টেস্ট দলের। শুধু বাংলাদেশেরই নয় এই দিন ভারতেরও অভিষেক হবে গোলাপি বলে। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমবারের মতো দিবারাত্রীর টেস্টে মুখোমুখী হয় দুই দল। ঐতিহাসিক এ ম্যাচে স্বাগতিকদের কাছে অবশ্য ইনিংস ব্যবধানে হারে টাইগাররা। বাংলাদেশ দলের প্রথম টেস্ট ম্যাচও খেলেছিল ভারতের বিরুদ্ধে।

ওয়ানডেতে ডাবল হোয়াইটওয়াশ 

২০১৯ বার্ষে মোট ১৮টি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ দল। যেখানে সফলতা ছিল কেবল ত্রিদেশীয় সিরিজ জয়। এছাড়া ওডিআইতে টাইগারদের এ বছরটি ছিল ব্যর্থতায় ভরা। বছরের শুরুই হয় হোয়াইটওয়াশ দিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০তে হারে মাশরাফির দল। এরপর বিশ্বকাপের ব্যর্থতার দুঃখ ঘুছতে শ্রীলঙ্কায় যায় টাইগাররা। সেখানেও সিংহলদের কাছে হয় ধবলধোলাই। সব মিলিয়ে ১৮ ওডিআইতে জয় পায় মাত্র সাতটি ম্যাচ।

ভারতের মাটিতে প্রথম জয় 

২০১৯ সালে শত ব্যর্থতার মাঝে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এক সফলতা হলো ভারতের মাটিতে তাদের বিপক্ষে প্রথম জয় পাওয়া। গেল নভেম্বরে তিন ম্যাচে টি-টুয়েন্টি সিরিজে ভারতের মুখোমুখি হয় সাকিব-তামিম বিহীন বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি ছিল টি-টুয়েন্টি ক্রিকেটের ১০০০তম ম্যাচ। ঐতিহাসিক এ ম্যাচে টিম ইন্ডিয়াকে ৭ উইকেটে হারায় রিয়াদ-মুশফিকরা। যা নিঃসন্দেহে বাংলাদেশের ঐতিহাসিক জয়। কারণ এর আগে ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে তাদেরই বিপক্ষে তিন ফরম্যাটে কখনো কোনো ম্যাচ জিততে পারেনি টাইগাররা।

সফলতাব্যর্থতার টিটুয়েন্টি 

অস্তের অপেক্ষায় থাকা ২০১৯ ইংরেজি বর্ষ অন্য দুই ফরম্যাটের তুলনায় বাংলাদেশের টি-টুয়েন্টি ফরম্যাট ছিল কিছুটা রঙিন। সাতটি টি-টুয়েন্টি খেলে জিতেছে চারটিতে। আফগান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশি টি-টুয়েন্টি সিরিজে তিন জয়ে ওঠে ফাইনালে। যদিও বৃষ্টির কারণে অনুষ্ঠিত হয়নি ফাইনাল ম্যাচ। এতে যৌথ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ-আফগানিস্তান। আর ভারতের বিপক্ষে জিতে একটি।

নারী টিটুয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় বসবে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের মূল পর্বে অংশ নিতে হলে সালমাদের খেলতে হবে বাছাইপর্ব। সে বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করেছে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গী হয়েছে রানার্সআপ থাইল্যান্ডও।

এসএ গেমস দুই বিভাগে সোনা জয়

নেপালের কাঠমান্ডু-পোখারায় অনুষ্ঠিত ১৩তম দক্ষিণ এশিয়ান গেমসে ক্রিকেটের দুই বিভাগে সোনা জিতেছে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল। নারীদের ফাইনালে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে স্বর্ণপদক জিতে সালমারা। পুরষদের ফাইনালেও বাংলাদেশ দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। লঙ্কানদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সোনা জিতে শান্ত সৌম্যরা।

বঙ্গবন্ধু বিপিএল 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করে বিশেষ বিপিএল। যার নামকরণও হয় জাতির জনকের নামে ‘বঙ্গবন্ধু বিপিএল।’ যার পর্দা ওঠে ১১ ডিসেম্বর আর পর্দা নামবে ১৭ জানুয়ারি, সূত্র অধিকার নিউজ।

 

 

আরও খবর দেখুন এখানেঃ সর্বশেষ খেলার খবরবাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

Tag: Bangladesh cricket news, Bangladesh cricket news today, Bangladesh cricket news update, Bangladesh cricket news daily update.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + three =

Back to top button