আইন ও বিচার

কুমিল্লায় কুরআন অবমাননার মামলা যাচ্ছে সিআইডিতে

কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননার অভিযোগে দায়ের করা মামলা তদন্ত করবে সিআইডি। রোববার পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়।

রাতে সিআইডি কুমিল্লার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অফিসিয়ালি এখনও আদেশের কপি হাতে আসেনি। হয়তো সোমবার এ সংক্রান্ত আদেশের বার্তা হাতে আসবে।

এ মামলায় গ্রেফতার ঘটনার অন্যতম মূলহোতা ইকবাল হোসেনসহ চারজন শনিবার থেকে সাত দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। অপর আসামিরা হচ্ছেন— ঘটনার দিন সকালে পুলিশকে ৯৯৯-এ ফোন করা রেজাউল ইসলাম ইকরাম, দারোগাবাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।

গত ১৩ অক্টোবর কোতোয়ালি মডেল থানার এসআই হারুণ অর রশীদ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কুরআন অবমাননার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় এ মামলাটি করেন।  এ ছাড়া মণ্ডপে ভাঙচুর ও সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে কোতোয়ালি, সদর দক্ষিণ, দাউদকান্দি ও দেবিদ্বার থানায় ৯টি মামলা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 17 =

Back to top button