এবারের ব্যালন ডি’অর পাচ্ছেন রোনালদো!
মেসি-জর্জিনিও-কান্তে-লেওয়ানডস্কি নয়। এবারের ব্যালন ডি’অর ক্রিস্টিয়ানো রোনালদোর। এমনটাই মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসন।
চলতি বছরের ব্যালন ডি’অরের জন্য সম্প্রতি ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। অন্যবারের তুলনায় এবার এককভাবে এগিয়ে নেই কেউ। তাইতো সেরা তিনে জায়গা পেতে হবে তীব্র লড়াই।
তবে ফার্গুসন মনে করেন, পুরস্কারটা প্রাপ্য রোনালদোরই। দলীয় সাফল্য না পেলেও ব্যক্তিগত অর্জনে বছরটা দুর্দান্ত কেটেছে সিআরসেভেনের। য়্যুভেন্তুাসের হয়ে সিরিআয় সর্বোচ্চ ২৯ গোল করেন তিনি।
পর্তুগালের জার্সিতে ভেঙেছেন আলী দাইয়ের রেকর্ড। শুধু তাই নয় সব মিলিয়ে পেছনে ফেলেছেন ৭৫৯ গোল করা ইয়োসেপ বিকানকে। এ সবই ব্যালন ডি’অর এনে দেবে ক্রিস্টিয়ানোকে, বিশ্বাস অ্যালেক্স ফার্গুসনের।
কদিন আগে জাতীয় দলের জার্সিতে ইউরোপীয় দেশগুলোর ফুটবলারদের বিচারে সব থেকে বেশি ম্যাচ খেলে টপকে যান স্পেনের সার্জিও রামোসকেও। কাতারের বিপক্ষে ম্যাচে পর্তুগালের হয়ে ১৮১তম ম্যাচ খেলেন রোনালদো। আর স্পেনের সার্জিও রামোস দেশের হয়ে খেলেছেন ১৮০টি ম্যাচ।
এদিকে, ব্যালন ডি’অর পুরস্কারের জন্য লিওনেল মেসি চারজন ফুটবলারকে ভোট দেবেন বলে জানিয়েছেন, সেখানে নেই পিএসজি তারকার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।
অন্যদিকে, ব্যালন ডি’অরের দৌড়ে প্রত্যাশিতভাবেই এগিয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও। চলতি ২০২১ মৌসুমে ৩৬ গোল, ১৪ এসিস্ট, আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা এবং বার্সেলোনার কোপা দেল রে জয়। দারুণ সময় কেটেছে ক্ষুদে এই ফুটবল জাদুকরের। তাই এখন থেকেই বলা হচ্ছে সপ্তম বারের মতো ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ এ পুরস্কার উঠছে মেসিরই হাতে।
ফুটবলে সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। ফরাসিভিত্তিক সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ প্রতি বছর সেই বছরের সেরা পারফরমারকে এই পুরস্কার দিয়ে থাকে। আগামী ২৯ নভেম্বর নির্ধারণ করা হবে কে জিতবে সম্মানজনক এ পুরস্কার।
৩০ জনের তালিকায় যারা আছেন
লিওনেল মেসি (পিএসজি), রবার্ট লেওনডস্কি (বায়ার্ন মিউনিখ), জর্জিনহো (চেলসি), ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যান ইউনাইটেড), ন’গোলো কান্তে (চেলসি), লুকাকু (চেলসি), পেদ্রী (বার্সেলোনা), জিয়ানলুইজি দোন্নারুমা (পিএসজি), নেইমার (পিএসজি), লিওনার্দো বোনোচ্চি (য়্যুভেন্তাস), জর্জিয়ো চিল্লিনি (য়্যুভেন্তাস), সিমন কাযার (এসি মিলান). রুবেন ডায়াস (ম্যানসিটি), ম্যাসন মাউন্ট (চেলসি), ব্রুনো ফার্নান্দেজ (ম্যান ইউনাইটেড), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), পিল ফোডেন (ম্যান ইউনাইটেড), রিয়াদ মাহরেজ (ম্যানসিটি), আরলিং হাল্যান্ড (বুরুশিয়া ডর্টমুন্ড), হ্যারি কেন (টটেনহ্যাম), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), রহিম স্টার্লিং (ম্যান ইউনাইটেড), লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), মোহাম্মদ সালাহ (লিভারপুল) এবং কিলিয়ান এমবাপ্পে (পিএসজি)।