হজের পর ওমরাহ পালনের মধ্যে ১৪ দিনের বিরতি বাতিল
হজের পর ওমরার জন্য জেয়ারতকারীদের আর ১৪ দিন অপেক্ষা করতে হবে না। সোমবার সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানায় সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ।
মন্ত্রণালয়ে প্রধান পরিকল্পনা ও কৌশল কর্মকর্তা হিসেবে কাজ করা ড. আমর আল-মাদদাহ আরব নিউজকে বলেন, সতর্কতামূলক ব্যবস্থাপনার মাধ্যমে ওমরা ও নামাজের জন্য আসা ব্যক্তিদের ধারণক্ষমতা মক্কার মসজিদুল হারামে বাড়ানো হয়েছে।
তিনি বলেন, ‘এই পর্যায়ে উন্নতির ফলে ওমরা পালনের তারিখের চাহিদা বেড়েছে। হজ ও ওমরা মন্ত্রণালয় এই অবস্থাকে সহজ করেছে। ‘
করোনার মহামারীতে হজের পর ওমরার জন্য ১৪ দিনের বিরতির বিধান ছিলো। এই ব্যবস্থাপনার এখন কোনো প্রয়োজনীয়তা নেই উল্লেখ করে আমর আল-মাদদাহ বলেন, এখন হজের পর যেকোনো সমই ওমরা করা যাবে।
এর আগে গত ১৬ অক্টোবর সৌদি আরবে করোনা সংক্রমণের সতর্কতামূলক ব্যবস্থাপনা শিথিল করা এবং মক্কা ও মদীনার মসজিদে পূর্ণ ধারণক্ষমতায় মুসল্লি নিয়ে চালু করার ঘোষণা দেয় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র : আরব নিউজ