ভারতে ৩ হাজার হিন্দুর ইসলাম গ্রহণের ঘোষণা
যুগ যুগ ধরে শ্রেণি বৈষম্যের শিকার তামিলনাড়ুর তিন হাজারেরও বেশি দলিত হিন্দু ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন। আগামী ৫ জানুয়ারি তারা আনুষ্ঠানিকভাবে কালিমা পাঠের সিদ্ধান্ত জানিয়েছেন।
খবরে জানা যায়, গত ২ ডিসেম্বর তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রাম নাদুরে প্রবল বৃষ্টির কারণে একটি দেয়াল ভেঙে পড়ায় নারী-শিশুসহ ১৮ জন দলিত হিন্দুর মৃত্যু ঘটে। ঘটনার পর পুলিশ ওই ভেঙে পড়া দেয়ালের বাড়ির মালিক শিব সুমব্রমানিয়মকে গ্রেফতার করলেও পরে জামিনে মুক্তি পেয়ে যায় সে। উচ্চবর্ণের হিন্দুদের থেকে দলিতদের পৃথকভাবে বাস করতে বাধ্য করার জন্য ওই দেয়াল গড়ে তোলা হয়েছিল। কোনো রকম পিলার ছাড়াই নির্মাণ করা হয়েছিল ১৫ ফুট লম্বা দেয়ালটি।
শুধুমাত্র দলিত সম্প্রদায়ের হওয়ার কারণে যুগ যুগ ধরে অবিচার ও বৈষম্যমূলক আচরণের শিকার হিন্দুদের এ সম্প্রদায়টি। আর তাই আগামী ৫ জানুয়ারি ১৭ জন মৃতের পরিবারের সদস্যসহ প্রায় তিন হাজারেরও বেশি মানুষ ইসলাম গ্রহণ করতে যাচ্ছেন।
দলিতদের সংগঠনের সাধারণ সম্পাদক ইলাভেনিল বলেন, ‘যে ব্যক্তি এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী তাকে ২০ দিনের মধ্যে জামিনে মুক্তি দিয়ে দেওয়া হলো। কিন্তু সংগঠনের সভাপতি নাগাই তিরুভল্লুয়ান বিচার চাইতে গেলে তাকেও আটক করা হয়।’
ইলাভেনিল আরও বলেন, ‘নিপীড়ন এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমাদেরকে কূপ থেকে পানি খেতে দেয় না। আমাদেরকে বলা হয়েছে রাস্তায় যেন মোবাইল ফোনে কথা না বলি। আমাদের মন্দিরের ধারেকাছে যেতে দেয় না। রাস্তায় ধরে আমাদের মারধর করে এবং আমাদের নামে মামলাও দেওয়া হচ্ছে।’ সূত্র দ্য প্রিন্ট।
আরও খবরঃ ধর্ম ও জীবন এবং মুসলমানদের ভারত বিজয়
Tag: Bangla online news, Bangla news online