শিক্ষাঙ্গন

৮-২৫ নভেম্বর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

এসএসসি পরীক্ষাকে সামনে রেখে আগামী ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার, ২৭ অক্টোবর, দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, যেহেতু সব বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে না, তাই এসএসসি পরীক্ষা নেওয়ার খরচ কমেছে। পরীক্ষার ফি বাবদ আগে নেওয়া অর্থের অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হবে। গত বছর তথা ২০২০ সালের তুলনায় চলতি ২০২১ সালে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে মোট ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং মোট কেন্দ্র বেড়েছে ১৬৭টি। শিক্ষার্থী বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সারাদেশে মোট ১৮ লাখ ৯৯৮ জন পরীক্ষার্থী আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেবে। দেশের বাইরে ৯টি কেন্দ্রে ৪২৯ জন এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বিভাগ-ভিত্তিক পরীক্ষার সময় ভিন্ন হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, আগামী ১৪ নভেম্বর থেকে সবগুলো বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে। আগামী ২৩ নভেম্বর শেষ হবে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরী শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ২১ নভেম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + four =

Back to top button