বার্সেলোনার পরাজয়ের রাতে রিয়াল মাদ্রিদের গোলশূন্য ড্র
লিওনেল মেসি-উত্তর যুগে ভালো নেই বার্সেলোনা। নতুন মৌসুমে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে কাতালান শিবির। আর সেটা সব টুর্নামেন্টেই। এবার লা লিগার ম্যাচে রায়ো ভায়োকানোর সাথে হেরেছে দলটি। ব্যবধান ০-১। স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন রাদামেল ফালকাও।
বুধবার লা লিগায় এই নিয়ে টানা দুই ম্যাচ হারল বার্সেলোনা, শেষ চার ম্যাচে তিনটি। গত রোববার ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষেও হেরেছিল তারা। পুরো ম্যাচে প্রায় দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৬টি শট নেয় বার্সেলোনা, যদিও কেবল একটিই ছিল লক্ষ্যে। আর ভায়োকানোর ১৩ শটের তিনটি লক্ষ্যে ছিল।
প্রথমবারের মতো শুরুর একাদশে এদিন সুযোগ পেয়েছিলেন সার্জিও অ্যাগুয়েরো। ১৫ মিনিটেই পেতে পারতেন বার্সার জার্সিতে গোল। কিন্তু গোলের সুযোগও নষ্ট করেন তিনি। ২০ মিনিটে অল্পের জন্য গোল হজম করেনি বার্সা। ফ্যালকাওয়ের শট পিকের হাতে লেগে গোল লাইনের দিকেই যাচ্ছিল। এক হাত দিয়ে বিপদমুক্ত করেন গোলরক্ষক স্টেগান।
৩০ মিনিটে পিছিয়ে পড়ে বার্সেলোনা। পিকেকে কাটিয়ে কোনাকুনি শটে বার্সার জাল কাপাান ভায়োকানোর কলম্বিয়ান স্ট্রাইকার ফ্যালকাও। ১-০ এগিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে অ্যাগুয়েরোর শট হয় লক্ষ্যভ্রস্ট।
৭২ মিনিটে ম্যাচে সমতা আনার সুবর্ণ সুযোগ পেয়েছিল বার্সা। মেমফিস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক মিস করেন মেমফিস। ঝাঁপিয়ে রক্ষা করেন ভায়োকানোর গোলরক্ষক দিমিত্রিয়েস্কি।
এই গোল আর শোধ দিতে পারেনি বার্সা। যদিও শেষের দিকে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল তারা। হারের কষ্ট নিয়ে মাঠ ছাড়ে কুমানের শিষ্যরা।
লা লিগায় ১০ ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বার্সা। ১১ ম্যাচ খেলা ভায়োকানো ৪ পয়েন্ট বেশি নিয়ে আছে পাঁচ নম্বরে। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে সেভিয়া। ৯ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২০।