Lead Newsকূটনীতি

ইমরান খানকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণঃ দুশ্চিন্তায় ভারত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাতেই তুঙ্গে উঠেছে চর্চা। চিরাচরিত সম্পর্ক ভালো নয়, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এবার সেই দেশকেই আমন্ত্রণ জানাল প্রতিপক্ষ।

হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে বিশ্বের কূটনৈতিক প্রেক্ষাপটে। যা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগেই শেখ হাসিনাকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ইমরান খানও।

ভারতের প্রভাবশালী হিন্দুস্তান টাইমসে গত বৃহস্পতিবারের বাংলা সংস্করণে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘এ আমন্ত্রণ ইমরান খান রক্ষা করেন কিনা সেদিকে তাকিয়ে সবাই। বিশেষ করে ভারত বিষয়টির দিকে তাকিয়ে রয়েছে। পাকিস্তান বরাবরই ভারতের ক্ষতি করে এসেছে। আর ভারত সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। সেখানে পাকিস্তানকে আমন্ত্রণ জানানোর বিষয়টিকে বিশেষ নজরে দেখছে ভারত। তবে এ সফরের কোনো তারিখ ঘোষণা করেননি শেখ হাসিনা। পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার বিয়য়ে আশাবাদী শেখ হাসিনা।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘২০০৯ সাল থেকেই বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমশই খারাপ হতে থাকে। তবে ২০২০ সাল থেকে ইসলামাবাদ-ঢাকা কাছাকাছি আসতে শুরু করে। আর তারপর এই আমন্ত্রণ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ-পাকিস্তান কাছাকাছি আসলে ভারতের কোনও ক্ষতি হতে পারে কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে’।

হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘এখানে আরও একটি বিষয় উঠে আসছে। ভারত করোনাভাইরাস পরিস্থিতিতেও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানকে আমন্ত্রণ ভারত সরকারকে ভাবিয়ে তুলেছে। কারণ চীন ইতোমধ্যেই বাংলাদেশ সফর করেছে। এবার পাকিস্তান বাংলাদেশ সফর করলে সেখানে নানা চুক্তি হতে পারে। তাতে জোটবদ্ধ হয়ে চীন-পাকিস্তান ভারতের পেছনে লাগতে পারে। এমনকি বাংলাদেশের পথকেই করিডোর করতে পারে। এটাই ভাবাচ্ছে ভারতকে।’

সূত্র : হিন্দুস্তান টাইমস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =

Back to top button