সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ ম্যাচে এটি প্রোটিয়াদের প্রথম জয়। বহুকাঙ্ক্ষিত এই জয়ে নবনিযুক্ত কোচ মার্ক বাউচার ও অধিনায়ক ফাফ ডু প্লেসিকে এক টুইট বার্তায় অভিনন্দন জানান ডেল স্টেইন।
নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় ডেল স্টেইন লেখেন, ‘ওয়েল ডান! মার্ক ও ফাফ এমন একটা দল গড়ে তুলেছে যাদের ক্ষুধার্ত দেখাচ্ছে, যারা লড়াই করছে। নিজেদের দক্ষতার মাধ্যমে প্রতিপক্ষকে ভয় দেখাচ্ছে ওরা। স্মিথের নেতৃত্বে আমি যখন খেলতে শুরু করেছিলাম, তখন এ বৈশিষ্ট্যগুলোই দলে ছিল। যা আবারও দেখতে পাওয়ায় দারুণ লাগছে।’
তবে বিপত্তিটা বেঁধেছে এরপর। স্টেইনের টুইট বার্তায় দক্ষিণ আফ্রিকাকে খোঁচা দিয়ে কমেন্ট করেন এক ভারতীয় ক্রিকেট সমর্থক। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার জয়কে ছোট করেন তিনি। বিরক্ত হয়ে স্টেইন জবাব দেন, তবে ঘরের মাঠে ভারতের জয়গুলোকেও ধরা হবে না। এছাড়া ওই ক্রিকেট সমর্থককে ‘ইডিয়ট’ সম্বোধন করেন স্টেইন।
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ইনজুরিতে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। ঘরের মাঠে চলতি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন স্টেইন নিজেই।
সেখানেই ক্রিকেট ডট কম এইউকে স্টেইন বলেন, ‘আমি বিশ্বাস করি ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দলে থাকব। ওয়ানডে দলেও থাকতে পারি। তবে কয়টা ম্যাচ খেলতে পারব জানি না। কিন্তু টি-টুয়েন্টিতে অবশ্যই।’
‘আমার মূল লক্ষ্য এখন টি-টুয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটকে এখন আরও বেশি উপভোগ করছি। চার ওভার বোলিং করা সহজ এখন।
উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে প্রোটিয়াদের অস্ট্রেলিয়া সফরে কাঁধে ইনজুরিতে অস্ত্রোপচারের পর স্টেইনের ক্যারিয়ার হুমকিতে পড়ে যায়। তারপর থেকে তিনি মাত্র আটটি টেস্ট, নয়টি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৯ বিশ্বকাপে ফেরার মধ্য দিয়ে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। তবে আবারও কাঁধের ইনজুরিটা মাথাচাড়া দিয়ে ওঠায় কোনো ম্যাচ না খেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় স্টেইনকে।
আরও খবর পেতেঃ সর্বশেষ খেলার খবর ও স্টেইন
Tag: Bangladesh cricket score, Cricket score Bangladesh