চার ম্যাচ পর গোলের খরা কাটলো রোনালদোর
ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনের শুরুর দিকে তিনি ছিলেন দুরন্ত। গোলের দেখা পেয়েছিলেন ম্যাচের পর ম্যাচ। মাঝে হঠাৎ ছন্দপতন। গোলের দেখা যেন পাচ্ছিলেনই না ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশেষে সেই খরা কাটল।
ইংলিশ প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর অবশেষে জালের দেখা পেলেন পর্তুগিজ তারকা। জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেডও। শনিবার টটেনহ্যাম হটস্পারের মাঠে ৩-০ গোলে জিতেছে রেড ডেভিলসরা।
৩৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় ম্যানইউ। শুরুটা করেন রোনালদোই। ব্রুনো ফার্নান্দেসের ক্রসে দুরূহ কোণ থেকে দারুণ ভলিতে গোল করেন সিআরসেভেন। দ্বিতীয়ার্ধের শুরুতে বল বুলেট গতির শটে বল জালে জড়িয়েছিলেন রোনালদো। অফসাইডের কারণে সে গোল বাতিল হয়।
৬৪ মিনিটের ব্যবধান দ্বিগুণ করে ম্যানইউ। গোলটি করেন এডিনসন কাভানি। ৮৬ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় ম্যানইউ। কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন বদলি নামা রাশফোর্ড। দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানইউ। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে টটেনহ্যাম। একই দিন নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলে হারানো চেলসি ২৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সাথে ২-২ ড্র করা লিভারপুল ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে হারা শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ২০ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।