ইয়েমেনের এডেন বিমান বন্দরে বোমা হামলা; নিহত ১২
দক্ষিণ ইয়েমেনের এডেন বিমান বন্দরে গাড়ি বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে। রোববার এডেনভিত্তিক দক্ষিণ ইয়েমেনের সরকারের তথ্যমন্ত্রী এক বিবৃতিতে এই খবর জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা এডেন বিমান বন্দরের কাছে বোমাভর্তি বাহনের সাহায্যে সন্ত্রাসী হামলার কঠিনতম ভাষায় নিন্দা জানাই।’ তিনি বলেন, এডেনে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতেই এই হামলা চালানো হয়েছে।
এর আগে শনিবার এডেন বিমান বন্দরে এই গাড়ি বোমা হামলা চালানো হয়। হামলা সত্ত্বেও বিমান বন্দরে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। তবে হামলার জন্য কোনো পক্ষই এখনো দায় স্বীকার করেনি।
এদিকে ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবাতে প্রকাশিত খবরে বলা হয়, এডেনভিত্তিক সরকারের প্রধানমন্ত্রী মইন আবদুল মালেক সাইদ হামলার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
২০১১ সালে আরব বসন্তের পরিপ্রেক্ষিতে জনগণের বিক্ষোভের জেরে ইয়েমেনে দীর্ঘদিনের স্বৈরশাসক আলী আবদুল্লাহ সালেহ সরকারের পতন ঘটে। নতুন প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদি দায়িত্ব নেন। নতুন সরকার গঠন হলেও ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত থাকে।
বিবাদমান পক্ষগুলোর দ্বন্দ্বের জেরে ২০১৪ সালের শেষে ইরান সমর্থিত উত্তর ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে আশ্রয় নেন। ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বের জোট হাউছিদের বিরুদ্ধে ইয়েমেনে আগ্রাসন করলে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মুখে পড়ে আরব উপদ্বীপের দরিদ্রতম দেশটি।
পাঁচ বছরের বেশি সময় চলমান এই গৃহযুদ্ধে হাউছি নিয়ন্ত্রিত সানাকেন্দ্রীক উত্তর ইয়েমেন ও বন্দর নগরী এডেনকেন্দ্রীক দক্ষিণাঞ্চলীয় সরকারের অধীন দক্ষিণ ইয়েমেনে বিভক্ত হয়ে পড়ে।
সূত্র : আনাদোলু এজেন্সি