ক্রিকেট

ব্যর্থতায় দায় নিয়ে বিদায় নিচ্ছেন রবি শাস্ত্রী

পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে পর্যদুস্ত হওয়ার পর চলতি বিশ্বকাপের ভারতের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডও ভারতকে ৮ উইকেটে পর্যদুস্ত করে। প্রবল প্রত্যাশা নিয়ে টুর্নামেন্টে খেলতে ভারতীয় দলের এহেন চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্স ভারতীয় সমর্থকরা ভীষণই ক্ষুব্ধ।

ক্রিকেটার তো বটেই সমর্থকদের রোষের মুখ থেকে বাদ গেলেন না দলের কোচ রবি শাস্ত্রীও। অবস্থা দেখে মনে হচ্ছে, তাতে ব্যর্থতার দায় নিয়েই সরে যেতে হবে।

শাস্ত্রীর সময়কালে ভারত এর আগে একাধিক আইসিসি টুর্নামেন্টের নক আউট স্টেজে ব্যর্থ হয়েছে। ভারতীয় সমর্থকরা সত্যি বলতে বার বার দলের খারাপ পারফরম্যান্সের দায় তার ওপর চাপিয়েছে। এবারো ওই ধারাই বজায় থাকল। কয়েকজন মজার ছলে শাস্ত্রীকে ধারাভাষ্যকরের কাজে ফিরে যেতে বললেও, কয়েকজন আবার তাকে উদ্দেশ্য করে তীব্র কটাক্ষ করেন।

২০১৭ সালে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নেন। তার অধীনে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে দুইবার অভূতপূর্ব লড়াইয়ের প্রদর্শন করে সিরিজে হারানোর পাশপাশি ইংল্যান্ডে স্মরণীয় টেস্ট জয়, বেশ কয়েকটি ভালো মুহূর্তের সাক্ষী থেকে টিম ইন্ডিয়া।

এই বিশ্বকাপের পরেই শাস্ত্রীর কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে। বিশ্বকাপে ভারতের যা পরিস্থিতি, তাতে মনে হচ্ছে কোনো আইসিসি ট্রফি ছাড়াই তার কোচিং কেরিয়ারের সমাপ্তি ঘটতে চলেছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =

Back to top button