তসলিমা নাসরিন ফেবুতে ফের নিষিদ্ধ!
ভারতে বসবাসরত বাংলাদেশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে আবারো সাতদিনের জন্য নিষিদ্ধ করেছে ফেসবুক।
টুইটারে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, সত্য বলায় ফেসবুক আমাকে আবারো এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে। তবে ঠিক কবে থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে, তা তিনি উল্লেখ করেননি।
তসলিমা নাসরিন আক্ষেপ করে বলেন, ‘ফেসবুকও কেন জেহাদিদের কথা শুনে আমার মতো এক জন মানবাধিকারকর্মীর অ্যাকাউন্ট বার বার নিষিদ্ধ করছে? জেহাদ, জেহাদি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু লিখলেই ফেসবুক নিষিদ্ধ ঘোষণা করছে। আমি ফেসবুকে কিছু লিখলে জেহাদিরা রিপোর্ট করে আর ওদের কথা শুনে ফেসবুক আমায় বার বার নিষিদ্ধ করে।’
দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করা এই লেখিকা দাবি করেন, কিছুদিন আগে বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক অশান্তির প্রতিবাদেই ফেসবুকে সরব হয়েছিলেন তিনি। আর এর জেরেই তার ফেসবুক অ্যাকাউন্ট সাতদিনের জন্য আটকে দেয়া হয়।
আক্ষেপ নিয়ে তসলিমার প্রশ্ন, ‘আমার মতো যারা মানবাধিকার নিয়ে সরব হন, তাদের অ্যাকাউন্ট কেন সুরক্ষিত রাখে না ফেসবুক? আজ জেহাদিদের জন্যই ২৭ বছর ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছি আমি। আমার মতো মানুষদের কিছু বলার থাকলে ফেসবুকেই সেই মতপ্রকাশ করি আমরা। যদি এই জায়গাটাও নষ্ট হয়ে যায়, তা হলে আর কিছুই বলার নেই।’
চলতি বছরের ১৬ মার্চেও ফেসবুক তাদের প্ল্যাটফর্মে তসলিমা নাসরিনকে ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করেছিল। এর আগে ২০১৫ সালে একবার তার অ্যাকাউন্ট ব্লক করে রেখেছিল সামাজিক যোগাযোগের এই মাধ্যম।
এছাড়া বিভিন্ন সময়ে ফেসবুকের নীতি লঙ্ঘন করায় তার অনেক পোস্ট মুছে ফেলে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগমাধ্যম।