আবারও বাড়ানো হলো বঙ্গবন্ধু সেতুর যানবাহন টোল। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের আওতায় বিভিন্ন প্রকার যানবাহনের ক্ষেত্রে নতুন করে টোলের যে হার নির্ধারণ করা হয়েছে।
তার একটি তালিকা তুলে দেওয়া হচ্ছে সেতুটি পার হওয়া চালকদের হাতে। শিগগিরই এটি কার্যকর করা হবে বলে জানা গেছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পরিবর্তিন পরিস্থিতিসহ নানা বাস্তবতা বিবেচনা করে টোলের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে, কবে থেকে এই নতুন টোল আদায় শুরু হবে, তার দিন-তারিখ উল্লেখ করা হয়নি। বিষয়টি ব্যাপকভাবে জানিয়ে দিতে চালকদের কাছে লিফলেট আকারে বিতরণ করা হচ্ছে।
১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর ২০১১ সালে টোলের হার পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এরপর গতকাল দ্বিতীয়বারের মতো এটা বাড়ানো হয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে মোটরসাইকেলের টোল ৫০ টাকা, যা আগে ছিল ৪০ টাকা। এভাবে হালকা যানবাহন ৫০০ টাকার স্থলে ৫৫০ টাকা, ছোট বাস ৬৫০ টাকার স্থলে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বড় বাসের ক্ষেত্রে আগে ছিল ৯০০ টাকা, নতুন হার অনুযায়ী এখন সেটা ১ হাজার টাকা। এভাবে ছোট ট্রাকের টোল ৮৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা, মাঝারি ট্রাক ১ হাজার ১০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৫০ টাকা এবং বড় ট্রাক ১ হাজার ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৬০০ করা হয়েছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, গত মঙ্গলবার এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাস্তব অবস্থা বিবেচনা করেই টোল বৃদ্ধি করা হয়েছে। দুই-তিনদিন পর থেকে এটি কার্যকর হতে পারে। এই কয়েকদিনে বিষয়টি সকল মালিক-চালকদের কাছে পৌঁছে দিতে চাই। যেন হঠাৎ করে এটা তাদের জন্য সমস্যা হয়ে না দাঁড়ায়।