হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জে ধর্ষণের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
অভিযোগ গঠন করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালত। এ সময় আদালতে হাজির ছিলেন মামুনুল হক।
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে সকাল ১০টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের আদালতে তোলা হয়। আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ।
এ বিষয়ে তিনি বলেন, মামুনুল হকের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী এক নারী। গতকাল বুধবার সেই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হলে শুনানি শেষে তা গ্রহণ করেন আদালত। পুলিশের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় আদালতে অভিযোগপত্র দেয়া হয়। এখন নির্ধারিত তারিখে সাক্ষ্যগ্রহণ করা হবে এই মামলায়।
গত ৩ এপ্রিল ‘দ্বিতীয় স্ত্রী’কে নিয়ে মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে বেড়াতে গেলে তাদের অবরুদ্ধ করে রাখে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। সেখানে নানা ধরনের ঘটনার এক পর্যায়ে বিক্ষুব্ধ হেফাজত নেতাকর্মীরা ঘটনাস্থালে পৌঁছে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে গত ১৮ এপ্রিল মোহাম্মদপুর থানার এক মামলায় গ্রেপ্তার করা হয় মাওলানা মামুনুল হককে। পরে কয়েকটি মামলায় দফায় দফায় রিমান্ডে নেয়া হয় হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদককে।