বিবিধ

মাস্ক ছাড়া মোদির আলিঙ্গন; সর্বমহলে তুমুল বিতর্ক

বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগোতে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। এই তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। শীর্ষ এই সম্মেলনে বক্তৃতার জন্য নয়, বরং করোনাকালে মাস্ক ছাড়া তার আলিঙ্গন নিয়ে জোর বিতর্ক চলছে।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ভয়াবহ এই মহামারির সময় এমন একটি বিশ্ব মঞ্চে কেন মাস্ক ছাড়া হাজির হলেন মোদি? আর সামাজিক দূরত্বই না মেনে কেন বিশ্ব নেতাদের আলিঙ্গন করতে গেলেন তিনি? এই লঙ্কাকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সম্মেলনের মঞ্চে প্রথমে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি। এ সময় তার মুখে মাস্ক ছিল না। মোদির দিকে কনুই এগিয়ে দিয়ে সম্ভাষণ জানান বরিস, একইভাবে সাড়া দেন মোদিও। পরে খানিক দূরে দাঁড়িয়ে থাকা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এগিয়ে আসতেই তার মুখোমুখি হন মোদি। তিনি জড়িয়ে ধরলে অস্বস্তিতে পড়ে যান জাতিসংঘ মহাসচিব, তা তার শারীরীক ভাষাতেই স্পষ্ট। এই দৃশ্য গণমাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়লে জোর বিতর্ক শুরু হয়।

এর আগে ইতালির রোমে অনুষ্ঠিত ধনী দেশগুলোর জি-২০ সম্মেলনেও একাধিক বিশ্বনেতাকে জড়িয়ে ধরেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এমনকি পোপকেও জড়িয়ে ধরে দিল্লিতে আমন্ত্রণ জানানোর কথা জানান তিনি। সেখানকার এমন আচরণ নিয়ে বিতর্ক তৈরি না হলেও গ্লাসগোকাণ্ড নিয়ে ব্রিটিশ পত্রিকা শিরোনাম করে, ‘উষ্ণতা বাড়ছে! অস্বস্তিকর মুহূর্ত দেখা গেলো গুতেরেসকে মোদির নিবিড় আলিঙ্গনে’।

এমন ঘটনার কারণ খুঁজতে গিয়ে ভারতীয় বিশ্লেষকদের একাংশ বলছেন, মোদির অন্যতম অস্ত্র হচ্ছে- ‘আলিঙ্গন কূটনীতি’। ক্ষমতায় আসার পর থেকেই বিশ্ব নেতাসহ সবক্ষেত্রে এই অস্ত্র ব্যবহার করে আসছেন তিনি। করোনার আগ পর্যন্ত এই কূটনীতি বেশ জনপ্রিয় ছিল। কিন্তু মহামারির মধ্যেও সেটি কাজে লাগাতে গিয়ে প্রশ্ন উঠেছে।

মোদির এমন আচরণ নিয়ে ভারতের বিরোধী দল কংগ্রেসও প্রশ্ন তুলে বলেছে, করোনা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে বারংবার টেলিভিশনের পর্দায় আবির্ভূত হন মোদি। মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলার বিধান দেন তিনি। অথচ মোদি নিজেই সেই স্বাস্থ্যবিধি পালন করছেন না!

অবশ্য, বিজেপির একজন শীর্ষ নেতা যুক্তি দেখাচ্ছেন, বৈশ্বিক সম্মেলনে বিশ্ব নেতারা বায়ো বলয়ের মধ্যে থাকেন। সে কারণে মাস্ক না পরলেও তেমন কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তবে এমন খোড়া যুক্তি মানতে নারাজ বিজ্ঞানীরাও।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 16 =

Back to top button