ডিজেলের দাম বাড়ায় গাড়ি বন্ধ, এটা ধর্মঘট নয়: শাজাহান খান
সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ‘ডিজেলের দাম বেড়েছে তাই গাড়ি বন্ধ, এটা ধর্মঘট নয়। দেশে পরিবহন ধর্মঘট চলছে না। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় মালিকেরা বাধ্য হয়ে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। এটাকে পরিবহন ধর্মঘট বলা যাবে না।’
চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘আমরা সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট কর্মসূচি দেয়নি। সড়কে পরিবহন মালিকরা গাড়ি নামাতে না চাইলে আমরা কী করব? চালকরাও অসহায়। দ্রুত সমস্যার সমাধান হোক এটাই আমরা চাই। আমরা আমাদের পক্ষ থেকে সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চাই।’
এ সময় তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা এ দেশের গর্বিত সন্তান। কোথাও কোনো মুক্তিযোদ্ধা অবহেলিত থাকবে না। মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য প্রতিটি হাসপাতালে সরকারি ফান্ড দেয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত শয্যা সংখ্যা বাড়ানো হবে।’
বীর মুক্তিযোদ্ধা বাবলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশেনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঢাকার সাংগঠনিক সম্পাদক এ বি এম সুলতান আহমেদ।
এ দিকে রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সদর কার্যালয়ে এ সংক্রান্ত একটি বৈঠক হবে। বৈঠক থেকে সমস্যার সমাধান আসতে পারে বলে ইঙ্গিত দেয়া হয়েছে।