আন্তর্জাতিক

ভারতে কৃষক আন্দোলনে নিহত ৬০০, মেঘালয় রাজ্যপালের সতর্কবার্তা

ভারতে চলমান কৃষক আন্দোলনের মতো এত বড় বিক্ষোভ দেশে আর কখনও হয়নি। এই বিক্ষোভে এরই মধ্যে ৬০০ কৃষক মারা গেছেন। কিন্তু দেশের নেতারা তাতে কোনো ভ্রুক্ষেপ করছেন না বলে মন্তব্য করেছেন ভারতের মেঘালয় রাজ্যের রাজ্যপাল।

গতকাল রোববার জয়পুরের বিড়লা আকাদেমিতে তেজা ফাউন্ডেশনের একটি প্রোগ্রামে মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক এসব মন্তব্য করেন।

তিনি বলেন, দিল্লিতে কয়েক মাস ধরে চলা কৃষক আন্দোলনকে সমর্থন করে তিনি বলেন, এত বড় কৃষক আন্দোলন এর আগে দেশে হয়নি। এই আন্দোলনে এরই মধ্যে ছয় শতাধিক মৃত্যু হয়েছে। সরকারের এই নিশ্চুপ অবস্থানের প্রভাব পড়তে পারে সেনাবাহিনীতেও। তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে।

রাজ্যপাল আক্ষেপের সুরে বলেন, একটি কুকুর মারা গেলেও দিল্লির নেতারা শোকবার্তা জানান। অথচ কৃষক আন্দোলনে ৬০০ জন শহিদ হলেন। এ নিয়ে কোনো নেতা কথাও বললেন না। মহারাষ্ট্রে ৫-৭ জন মানুষ আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। দিল্লি থেকে শোকবার্তা চলে এল। কিন্তু কৃষকদের বেলায় শোক হয় না। এমনকি পার্লামেন্টেও এ ব্যাপারে কেউ কিছু বললেন না। এটা আমাকে খুব আহত করেছে।

প্রধানমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে আমি বলেছি, দুটি বিষয় কখনো করবেন না। প্রথমত, তাদের ওপর বলপ্রয়োগ করবেন না। দ্বিতীয়ত, তাদেরকে খালি হাতে ফেরাবেন না।

রাজ্যপাল দাবি করেন, কৃষক আন্দোলনের প্রভাব সেনাবাহিনীর মধ্যেও পড়তে শুরু করেছে। ফলে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। যদি যুদ্ধ লাগে তবে কৃষকদের সন্তানদেরই লড়তে পাঠাতে হবে।

কৃষকরা শান্তিপূর্ণ আন্দোলন করছে দাবি করে তিনি বলেন, তারা এখন পর্যন্ত একটি ঢিল পর্যন্ত ছোঁড়েননি। অথচ প্রধানমন্ত্রীর পর তাদেরই অধিকার আছে লাল কেল্লায় পতাকা তোলার। এ অবস্থায় কৃষকদের দাবি মেনে নিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এদিকে রাজ্যপালের বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতৃবৃন্দ বলেন, রাজ্যপালের কিছু বলার থাকলে তিনি রাষ্ট্রপতিকে জানাতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =

Back to top button