আন্তর্জাতিক

পাকিস্তান সফরে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ ক্ষমতা লাভের পর প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছেন যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

আজ বুধবার পাকিস্তান সফরে যাবেন তালেবান কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। পাকিস্তান সফরে যাওয়ার পর আমির খান মুত্তাকি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন বলে জানিয়েছেন দু’দেশের কর্মকর্তারা।

কাবুলে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখি এক বিবিৃতিতে বলেন, ১০ নভেম্বর তারিখে পাকিস্তান সফরে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে নেতৃত্ব দিবেন আমির খান মুত্তাকি।

আব্দুল কাহার বলখি তার টুইটার অ্যাকাউন্টে বলেন, পাকিস্তান সফরে এ উচ্চ পর্যায়ের আফগান প্রতিনিধি দল দু’দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করবে। এছাড়া অর্থনীতি, ট্রানজিট, উদ্বাস্তু সমস্যা ও আফগান জনগণের চলাচলের জন্য সুবিধা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে। এ আলোচনা বৈঠকে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালযয়ের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা ও মন্ত্রীরাও অংশ নিবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সাথে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন আমির খান মুত্তাকি। এসব বিষয়ের মধ্যে আছে দু’দেশের কৌশলগত সম্পর্ক, আফগান নাগরিকদের ভিসা ও আন্তসীমান্ত চলাচল।

সূত্র : আনাদোলু এজেন্সি

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 4 =

Back to top button