ছাত্রলীগের ভোটকেন্দ্র দখলের চেষ্টা; র্যাবের সাথে শামীম ওসমানের বাদানুবাদ
চলমান স্থানীয় সরকার নির্বাচনের একটি ভোটকেন্দ্রে র্যাব কর্মকর্তার সঙ্গে আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানের বাদানুবাদ হয়েছে।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদরের এনায়েতনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় কেন্দ্র দখলের চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়।
স্থানীয়রা জানান, দেশীয় অস্ত্র নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ৬৯নং পশ্চিম মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করা হয়। মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের নেতৃত্বে এতে অংশ নেয় সংগঠনটির শতাধিক নেতাকর্মী। এ সময় পুলিশ-র্যাব লাঠিচার্জ করলে স্কুলের বাথরুমে আত্মগোপন করেন রিয়াদসহ কয়েকজন।
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের কাছ থেকে লাঠি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হলে কেন্দ্রে ঢুকে পড়েন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রভাব বিস্তারের চেষ্টা করলে র্যাব কর্মকর্তার সঙ্গে বাদানুবাদ হয় তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম ওসমান কেন্দ্রে গেলে ছাত্রলীগ নেতা রিয়াদ তাদের কুকুরের মতো পেটানোর অভিযোগ করেন। তিনি এ বিষয়ে জানতে চাইলে র্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার এ কে এম মনিরুল আলম বলেন, ওদের মারিনি। দেশীয় অস্ত্র নিয়ে এখানে এসেছে, সবাইকে জিজ্ঞাসা করেন।
এ সময় শামীম ওসমান বলেন, ছাত্রলীগ নেতাকে চোরের মতো মারবেন আপনি? এখন নারায়ণগঞ্জ সামাল দেন, দেখি পারেন কিনা! জবাবে র্যাব কর্মকর্তা বলেন, সর্বদা চেষ্টা করব। চোরের মতো পিটানো হয়নি, তাদের প্রতিহত করা হয়েছে।
এরপর সাংবাদিকরা কথা বলতে চাইলে শামীম ওসমান কিছু না বলে দ্রুত চলে যান। একইভাবে কোনো মন্তব্য না করে চলে যান ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদও।
পরে র্যাব কর্মকর্তা একেএম মনিরুল আলম বলেন, ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাদের প্রতিহত করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ লাঠি, দুটি ছোরা ও একটি তাজা ককটেল উদ্ধার করা হলেও কাউকে আটক করা হয়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন বলেন, এক প্রার্থীর এজেন্টকে বের করে দেয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ককটেল উদ্ধারের বিষয়ে কিছু জানি না। শামীম ওসমানের কেন্দ্রে প্রবেশের বিষয়েও অভিযোগ পাননি উল্লেখ করে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।