যুক্তরাষ্ট্র আরও আরও ১ কোটি ৪০ লাখ টিকা আসছে দেশে
বাংলাদেশকে করোনাভাইরাস প্রতিরোধী আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। টিকার বৈশ্বিক প্লাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে এসব টিকা দেওয়া হবে বাংলাদেশকে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ বৃহস্পতিবার, ১১ নভেম্বর, গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, গতকাল বুধবার, ১০ নভেম্বর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তথা সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় কোভিড-১৯ বিষয়ক একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ২৫ জন মন্ত্রী অংশ নেন।
ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে ১৪ মিলিয়ন বা ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ এসব টিকা পাবে কোভ্যাক্সের আওতায়, বলেন ড. মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে সব দেশের জনসাধারণের জন্য সাশ্রয়ী মূল্যে করোনাভাইরাসের টিকা তৈরি করার দাবি জানিয়েছে বাংলাদেশ। এ ছাড়া স্থানীয়ভাবে যেন বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো টিকা উৎপাদনে করতে পারে সেজন্য সহায়তার দাবিও জানানো হয়েছে।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের তথ্য বলছে, বাংলাদেশকে এখন পর্যন্ত মোট ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।