বাংলাদেশীসহ যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেলেন ১৯ বিদেশি
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশীসহ ১৯ জন বিদেশিকে নাগরিকত্ব দেয়া হয়েছে। গত বুধবার তাঁদেরকে এ নাগরিকত্ব দেয়া হয়। নাগরিকত্ব প্রাপ্তদের মধ্যে আমির হোসেন নামের একজন বাংলাদেশিও আছেন।
যুক্তরাষ্ট্রের নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। সেখানকার ডিস্ট্রিক্ট কোর্টের প্রধান বিচারক রামোনা ভি মাঙলোনার সামনে এই বিদেশি নাগরিকেরা শপথ নেন।
বাংলাদেশী ছাড়া এই ১৯ বিদেশির মধ্যে দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও রাশিয়ার নাগরিক রয়েছেন।
নাগরিকত্ব পেয়ে খুশি আমির বলেন, আশির দশকে নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জটির সাইপ্যান দ্বীপে যাওয়া প্রথম বাংলাদেশী নাগরিক তিনি। অবশেষে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ায় তিনি ও তার পরিবার খুবই খুশি। তার ছয় সন্তান ও ১৪ নাতি-নাতনি আছে। সাইপানে তিনি ছোটোখাটো ব্যাবসা করেন।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা কর্মকর্তা শেলিয়া কেলটি এই ১৯ জন বিদেশী নাগরিকের যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের আবেদন গ্রহণ করতে আদালতে আবেদন করেন। সূত্র: সাইপ্যান ট্রিবিউন
আরও খবর পেতে দেখুনঃ কর্পোরেট নিউজ – বিনোদন সারাদিন
Positive News Global, Positive News Global