বাছাইপর্বের খেলায় ডি মারিয়ার বাঁকানো শটে আর্জেন্টিনার জয়
বিশ্বকাপের বাছাইপর্বে ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে সেয়ানে সেয়ানে লড়াই করেছে উরুগুয়ে। তবে শেষ হাসি ফুটেছে মেসিদের গালেই।
আলবিসেলেস্তেদের কাছে ১-০ ব্যবধানে হেরে গেছে লুইস সুয়ারেজের দল। আর ম্যাচের একমাত্র গোলটি করেছেন আর্জেন্টিনার অভিজ্ঞ স্ট্রাইকার অ্যাঞ্জেল ডি মারিয়া।
এদিন মাঠে প্রথমার্ধে মহাতারকা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে আর্জেন্টিনা। যদিও গতকাল কোচ লিওনেল স্কালোনি আশ্বস্ত করেছিলেন মেসিকে শুরুর একাদশে খেলানোর বিষয়ে।
তবে শনিবার চোটে আক্রান্ত মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি স্কালোনি।
মেসিবিহীন দল মাঠে নেমেই শুরুতে ভেলকি দেখান বুড়ো ডি মারিয়া। ম্যাচ শুরুর মাত্র ৬ মিনিটে উরুগুয়ের জালে বল জড়িয়ে দেন তিনি। গোটি ছিল দেখার মতো।
পেনাল্টি বক্সের সামনে উরুগুয়ের ডিফেন্ডার বলের দখল হারানোর পর সুযোগ কাজে লাগান ডি মারিয়া।
বিশ্বমানের বাঁক খাওয়ানো শটে উরুগুয়ান গোলকিপার ফার্নান্দো মুসলেরাকে পরাস্ত করেন।
শুরুতেই এক গোলে পিছিয়ে পরে শাণিত আক্রমণ চালাতে থাকে উরুগুয়ে। বিশেষ করে লুইস সুয়ারেজের কয়েকটি আক্রমণ ছিল দুর্দান্ত। উরুগুয়ান অধিনায়কের দুর্দান্ত একটি শট বাঁচান আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেট। ৩০ মিনিটের মাথায় অ্যাটলেটিকো মাদ্রিদ তারকার শট পোস্টে লেগে ফিরে আসে।
এভাবেই প্রথমার্ধের সমাপ্তি ঘটে। দ্বিতীয়ার্ধে নেমে ব্যবধান বাড়াতে বেশ কয়েকটি ধারালো আক্রমণ চালায় আর্জেন্টিনা।
উরুগুয়ের গোলরক্ষকের কারিশামায় বল জালে প্রবেশ করেনি। ম্যাচের একেবারে শেষের দিকে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন উরুগুয়ান ফুটবলাররা।
মার্টিনেজ একটি দূরপাল্লার শট প্রথমে দখলে আনতে ব্যর্থ হলেও কোনোরকমে গোল হওয়া আটকান, একটি সহজ হেডার থেকেও গোলের সুযোগ হাতছাড়া করেন জুলিয়ান আলভারেজ।
৭৬ মিনিটের মাথায় বদলি হিসেবে নামেন মেসি। তবে ম্যাচে নিজের ছাপ ছাড়তে ব্যর্থ হন। রেফারির শেষ বাঁশিতে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এই জয়ের ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দোরগোড়ায় আর্জেন্টিনা। চিলি এবং কলম্বিয়ার সঙ্গে যুগ্মভাবে ১৬ পয়েন্ট নিয়ে উরগুয়ে ৬ নম্বরে রয়েছে। অন্যদিকে শীর্ষে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা ইতোমধ্যে অর্জন করে ফেলেছে ব্রাজিল।