আন্তর্জাতিক

পাকিস্তানের সহযোগিতায় ভারতীয় গম যাবে আফগানিস্তানে

দীর্ঘ দুই দশকের পশ্চিমা আগ্রাসনে ধ্বংস্তূপে পরিণত হয়েছে পুরো আফগানিস্তান। ২০০১ সালে ক্ষমতা হারানো তালেবান চলতি বছরের গত ১৫ আগস্ট দেশটির নিয়ন্ত্রণ নেয়। দেশটিতে এখন তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে। এ অবস্থায় আফগানিস্তানে ত্রাণ হিসেবে গম পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ভারত।

কাবুলের সঙ্গে নয়াদিল্লির বিমান যোগাযোগ বন্ধ থাকায় ত্রাণ পাঠানো নির্ভর করছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ওপর। দেশটির ভেতর দিয়ে স্থলপথে গম পাঠাতে মানবিক কারণে সাহায্য করতে সম্মত হয়েছে ইসলামাবাদ। তালেবান সরকারের অনুরোধে এমনটি করতে রাজি হয়েছে পাকিস্তান সরকার।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি অনুরোধ জানালে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানান, আফগানিস্তানে গম পৌঁছাতে পাকিস্তানের ভূমি ব্যবহার করতে পারবে ভারত।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে আজ শনিবার এ খবর দিয়েছে দ্যা ডন।

খবরে বলা হয়, আফগানিস্তানে খাদ্য, ওষুধ ও নিত্যপণ্যের নজিরবিহীন সংকট চলছে। এমতাবস্থায় তিক্ততাকে একপাশে রেখে মানবিক কারণে ভারতকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আর সেটি কেবল তালেবানের অনুরোধেই করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার ইমরান খানের সঙ্গে বৈঠক করেন আমির খান মুত্তাকির নেতৃত্বে আফগান প্রতিনিধি দল। তাতে কাবুলের যেকোনো সংকটে আফগান জনগণের পাশে থাকার এবং সাহায্য করার প্রতিশ্রুতি দেন পাক সরকার প্রধান।

এ সময় আফগান সংকট দ্রুত সমাধানে খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান ইমরান খান। সেইসঙ্গে বিদেশে থাকা আফগানদের অর্থ ছাড়ে সহযোগিতা করার আশ্বাস তিনি।

সূত্রঃ ডন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =

Back to top button