গোবর, গোমূত্র ভারতের অর্থনীতিকে শক্তিশালী করতে পারেঃ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, যদি যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থাপনা গড়ে তোলা হয়, তাহলে গরু, তার গোবর এবং মূত্র রাজ্য ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে।
ভারতীয় সংবাদ সংস্থা এআইআই গতকাল শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বক্তব্যে তিনি বলেন, অনেক কাজই শেষ পর্যন্ত গরু ছাড়া সম্ভব হয়ে ওঠে না। যেহেতু তারা এত বেশি গুরুত্বপূর্ণ, তাই গরু, তাদের গোবর এবং পেশাবের সুষ্ঠু ব্যবস্থাপনা করা উচিত। যদি বিষয়টি বাস্তবায়িত হয়, তাহলে এর সাহায্যে রাজ্য ও দেশ উভয়েই লাভবান হতে পারে।। ভারতীয় ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মহিলা শাখার একটি কনভেনশনে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যেহেতু নারীরা নতুন করে এই ক্ষেত্রে (পশুচিকিৎসা বিজ্ঞান) প্রবেশ করেছে এবং গরু, মহিষ ও অন্যান্য প্রাণীদের চিকিৎসা করবে, তাই আমি নিশ্চিত যে অবিলম্বে না হলেও আমরা অবশ্যই (রাষ্ট্র ও ভারতের অর্থনীতিকে শক্তিশালী করতে) সফল হব।
এক্ষেত্রে তিনি শশ্মানে লাকড়ির পরিবর্তে গোবর দিয়ে লাশ পোড়ানোর কথা উল্লেখ করে বলেন, এটা করতে পারলে প্রচুর গাছ কাটা থেকে বেঁচে যাব আমরা। এছাড়া অন্যান্য ক্ষেত্রেও গরুর গোবর ও চোনাকে কাজে লাগাতে হবে।