ক্রিকেট

বিশ্বকাপের সেরা অধিনায়ক বাবর, স্থান নেই ভারতীয়দের

ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে টি-২০ বিশ্বকাপের মোস্ট ভ্যালুয়েবল টিম ঘোষণা করল আইসিসি। সেরা দলে জায়গা হয়নি কোনো ভারতীয় ক্রিকেটারের। বাবর আজম ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার তিনজন ও নিউজিল্যান্ডের মাত্র ১ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা দলে। দেখে নেয়া যাক কারা সুযোগ পেলেন সেরা একাদশে।

ডেভিড ওয়ার্নার : ৪৮.১৬ গড়ে ২৮৯ রান। স্ট্রাইক রেট ১৪৬.৭০। ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন বিশ্বকাপের সেরা দলে।

জোস বাটলার : ৮৯.৬৬ গড়ে ২৬৯ রান। স্ট্রাইক রেট ১৫১.১২। দ্বিতীয় ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন বিশ্বকাপের সেরা দলে।

বাবর আজম : ৬০.৬০ গড়ে ৩০৩ রান। স্ট্রাইক রেট ১২৬.২৫। বিশ্বকাপের সেরা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাবর। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নাম রয়েছে তার।

চরিথ আসালঙ্কা : ৪৬.২০ গড়ে ২৩১ রান। স্ট্রাইক রেট ১৪৭.১৩। ব্যাটিং অর্ডারের চার নম্বরে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কান তারকা।

এডেন মার্করাম: ৫৪ গড়ে ১৬২ রান। স্ট্রাইক রেট ১৪৫.৯৪। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে জায়গা পেয়েছেন প্রোটিয়া তারকা।

মইন আলি: ৪৬ গড়ে ৯২ রান। স্ট্রাইক রেট ১৩১.৪২। ১১.০০ গড়ে ৭টি উইকেট। ইকনমি রেট ৫.৫০। অল-রাউন্ডার হিসেবে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে রয়েছেন ব্রিটিশ তারকা।

ওয়ানিন্দু হাসারাঙ্গা : ৯.৭৫ গড়ে ১৬টি উইকেট। ইকনমি রেট ৫.২০। ২৩.৯০ গড়ে ১১৯ রান। স্ট্রাইক রেট ১৪৮.৭৫। ব্যাটিং অর্ডারের সাত নম্বরে বোলিং অল-রাউন্ডার হিসেবে নাম রয়েছে হাসারাঙ্গার।

অ্যাডাম জাম্পা : ১২.০৭ গড়ে ১৩টি উইকেট। ইকনমি রেট ৫.৮১। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে রয়েছেন অজি তারকা।

জোস হ্যাজেলউড : ১৫.৯০ গড়ে ১১টি উইকেট। ইকনমি রেট ৭.২৯। বিশেষজ্ঞ পেসার হিসেবে বিশ্বকাপের সেরা দলে রয়েছেন অজি তারকা।

ট্রেন্ট বোল্ট : ১৩.৩০ গড়ে ১৩টি উইকেট। ইকনমি রেট ৬.২৫। পেসার হিসেবে বিশ্বকাপের সেরা দলে রয়েছেন কিউয়ি তারকা।

এনরিখ নরকিয়া : ১১.৫৫ গড়ে ৯টি উইকেট। ইকনমি রেট ৫.৩৭। বিশেষজ্ঞ পেসার হিসেবে দলে রয়েছেন প্রোটিয়া স্পিডস্টার।

শাহিন আফ্রিদি (দ্বাদশ ক্রিকেটার): ২৪.১৪ গড়ে ৭টি উইকেট। ইকনমি রেট ৭.০৪। বিশ্বকাপের সেরা একাদশে জায়গা না হলেও দ্বাদশ ক্রিকেটার হিসেবে দলে রয়েছেন পাক তরুণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 8 =

Back to top button