রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় যুক্তরাষ্ট্রের নিন্দা
রাশিয়া স্যাটেলাইট-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, রাশিয়া যে পরীক্ষা চালিয়েছে, তা বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে রাশিয়া নিজেদের একটি স্যাটেলাইট গুঁড়িয়ে দিয়েছে। এতে ধ্বংসাবশেষ তৈরি হয়। এ কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) ক্রুরা ক্যাপসুলে আশ্রয় নিতে বাধ্য হন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বর্তমানে সাতজন ক্রু সদস্য রয়েছেন। তাদের মধ্যে চারজন যুক্তরাষ্ট্রের, একজন জার্মানির ও দুজন রাশিয়ার নাগরিক।
নেড প্রাইস এক ব্রিফিংয়ে বলেন, রাশিয়া বেপরোয়াভাবে তার নিজস্ব একটি স্যাটেলাইটের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, রাশিয়ার এই পরীক্ষার ফলে এখন পর্যন্ত ১ হাজার ৫০০টির বেশি গতিবিধি অনুসরণযোগ্য ধ্বংসাবশেষ তৈরি হয়েছে। এ ছাড়া কয়েক হাজার ছোট ধ্বংসাবশেষ তৈরি হয়েছে। এই ধ্বংসাবশেষ সবার স্বার্থের জন্যই হুমকিস্বরূপ।
নেড প্রাইস আরও বলেন, রাশিয়ার বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ মহাকাশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলছে। রাশিয়ার দায়িত্বজ্ঞানহীন কাজের জবাব দিতে যুক্তরাষ্ট্র তার অংশীদার ও মিত্রদের সঙ্গে কাজ করবে বলে জানান নেড প্রাইস।
বিবিসি বলছে, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে রাশিয়া কসমস-১৪০৮ নামের একটি স্যাটেলাইট ধ্বংস করেছে। গোয়েন্দা তথ্য সংগ্রহকারী এ স্যাটেলাইট ১৯৮২ সালে উৎক্ষেপণ করা হয়। এক টনের বেশি ওজনের এ স্যাটেলাইট অনেক আগেই কাজ করা বন্ধ করে দেয়।