ক্রিকেট

যুব বিশ্বকাপের সহজ গ্রুপে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া ২০২২ যুব বিশ্বকাপের সূচি এবং গ্রুপিং চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি। চার গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ১৬ দল। গ্রুপ ‘এ’তে আছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

‘এ’ গ্রুপের বাকি তিন দল- ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। যুবাদের বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১৪ জানুয়ারি। লাল সবুজদের প্রথম ম্যাচ ১৬ জানুয়ারি। প্রতিপক্ষ ইংল্যান্ড। বাকি দুই ম্যাচ ২০ এবং ২২ জানুয়ারি যথাক্রমে কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। প্রতিটি ম্যাচই হবে সেন্ট কিটস এন্ড নেভিসে।

উদ্বোধনী ম্যাচে গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের মোট ম্যাচ হবে ৪৮টি। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ৫ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে যুব বিশ্বকাপের পর্দা নামবে।

যুব বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে সফল ভারত। চারটি শিরোপা জিতেছে তারা। তিনটি শিরোপা জিতে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। দুটি শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান। এই তালিকায় একবার করে নাম লিখিয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।

২০২০ সালের ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আকবর আলির নেতৃত্বাধীন বাংলাদেশ। এবার আইচ মোল্লা, মেহরাবরা সেই ধারা অব্যাহত রাখতে পারে কি-না, সেটাই দেখার বিষয়।

এক নজরে আসন্ন যুব বিশ্বকাপের গ্রুপিং:
গ্রুপ এ: বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা, সংযুক্ত আরব আমিরাত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + twenty =

Back to top button