গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা-মহানগরে শনিবার ৮ ঘণ্টার গণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এই কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রীর খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আগামী ২০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারা জেলা-মহানগরে গণঅনশন কর্মসূচি পালনের জন্য আমি সকলকে আহবান জানাচ্ছি।’
রাজধানী ঢাকার ভেন্যু সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকায় সকাল ৯টা থেকে ৪টা এই কর্মসূচি করবে। এটা আমরা ভেন্যু পাওয়ার সাপেক্ষে যেখানে ভালো স্থান পাই সেখানে অথবা সবশেষে কোথাও না পাওয়া গেলে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি পালন করবো।’
মির্জা ফখরুল আবারো সরকারের উদ্দেশ্যে দাবি রেখে বলেন, ‘খালেদা জিয়া জীবন-মৃত্যুর সাথে লড়াই করছেন। তিনি বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেতা। তার চিকিৎসার জন্য তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হবে না – এটা অমানবিক।’
‘আমরা অনতিবিলম্বে তার জীবন রক্ষার জন্য তাকে বিদেশে চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।’
গত ১৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরদিনই তাকে সিসিইউতে নিয়ে নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা: শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড চিকিৎসা দিচ্ছেন।