আগামী ১০বছরে তিন প্রতিযোগিতা; আইসিসির সম্মতিতে বিপুল আয়ের পথে ভারত
আগামী ১০ বছরের যে শিডিউল তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি) , তাতে বড় তিনটি প্রতিযোগিতায় রয়েছে ভারতের নাম। এর মাধ্যমে বিশাল অংকের আয়েরও সম্ভাবনা দেখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বিসিসিআই।
টুর্নামেন্টের আয় থেকে বিশ্বের শীর্ষ ধনী এই ক্রিকেট সংস্থাকে নিজ দেশে যে কর দিতে হতো, তাতে রাজি নয়। তারা দাবি তুলেছে, ট্যাক্সের এই টাকাটা যেন আইসিসি সরকারকে দিয়ে দেয়। তাতে রাজি হয়ে চুক্তি করেছে আইসিসিও।
জানা গেছে, আগামী দশ বছরে যে তিনটি টুর্নামেন্টের আয়োজক হিসেবে ভারতের নাম রয়েছে, সেখান থেকে মোটা অংকের আয় হবে বিসিসিআইয়ের। সে আয়ের অংশ হিসেবে ভারত সরকারকে দিতে হবে ২০ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৭০০ কোটি টাকা।
এই কর দিতে আপত্তি বিসিসিআইয়ের। নিজেদের আপত্তির কথা আইসিসির বোর্ড মিটিংয়ে তোলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সৌরভ বলেন, সব দেশের ক্রিকেট বোর্ডই তাদের সরকারের থেকে কর ছাড় পায়। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার শুধু ক্রিকেটের জন্য আইন বদলাবে না। তাই তাদের এই করের বোঝা থেকে অব্যাহতি দেয়া হোক।
এরপর আইসিসির সদস্যরা সিদ্ধান্ত নেন, তারাই বিসিসিআইয়ের হয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে করের পুরো টাকা দিয়ে দেবেন।