আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে তালেবান সরকারঃ আফগান পররাষ্ট্রমন্ত্রী
আফগানিস্তানে আরও কয়েকটি দেশের দূতাবাস খোলার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাক্কি। তিনি বলছেন, নতুন নতুন দেশ দূতাবাস খুলবে- এর অর্থ তালেবান নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করেছে।
তুরস্ক, ইতালি এবং অতি সম্প্রতি ন্যাটো সদস্য জার্মানিও আফগানিস্তানে দূতাবাস খোলার কথা বলেছে বলে জানান তিনি।
আফগান পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে বলেন, আমাদের দেশে পাকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান এবং ইরানের মতো বেশিরভাগ দেশ তাদের দূতাবাস খুলতে শুরু করেছে। এখন জার্মানিও বিষয়টি নিশ্চিত করেছে।
আমির খান বলছেন, তাদের সরকার মালয়েশিয়াকে আফগানিস্তানে দূতাবাস খোলার বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানিয়েছে। ভারতের মালয়েশিয়ান হাইকমিশন থেকে আফগানিস্তানে কাজ করে মালয়েশিয়া। দেশটি আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে ড. মহেব রহমান স্পিংহারকে বহাল রাখা হয়েছে বলে জানান মুত্তাকি।
বার্নামার প্রতিবেদক ১৩ জন অংগ্রহণকারীদের মধ্যে একজন যারা মুসলিম কেয়ার মালয়েশিয়ার (এমসিএম) হয়ে আফগানিস্তানে নতুন তালেবানের ক্ষমতায় আসার পর থেকে মানবিক সহায়তা মিশনে যোগ দিয়েছেন।
এর আগে পাকিস্তান সফরে আমির খান মুত্তাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, যারা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের কথা বলছে, তারা মূলত দুর্নীতিগ্রস্ত আফগান সরকার গঠন করতে উদ্বুদ্ধ করছে। ওই সফরে তিনি আরও বলেন, আমরা কখনও বাইডেনকে বলিনি ট্রাম্পকে তার মন্ত্রিসভায় স্থান দিতে। মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও তিনি কড়া বক্তব্য দেন।
গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর থেকে দেশটির সরকার নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিদেশি স্বীকৃতির জন্য আফগান সরকার মরিয়া হয়ে উঠেছে। পাকিস্তান ও তুরস্কসহ কয়েকটি দেশ আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের সঙ্গে বন্ধুত্ব গড়লেও এখনও তাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।