তথ্যপ্রযুক্তি

টুইটারেও যুক্ত হচ্ছে আয় করার ফিচার!

প্রযুক্তি বাজারে টিকে থাকতে একের পর এক ফিচার নিয়ে আসছে টুইটার। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম টুইটার। ফেসবুক, ইনস্টাগ্রামের পর এবার টুইটারের প্রোফাইল থেকেও রোজগার করতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি নতুন এই ফিচার নিয়ে এলো জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মও টুইটার।

একটি বিশেষ পদক্ষেপ করলেই আপনাকে টুইটারেও অর্থসাহায্য করতে পারবেন সবাই। নতুন ফিচারের সাহায্য়েই আপনার অ্যাকাউন্টে যোগ করতে পারবেন এই ব্যবস্থা। গত সেপ্টেম্বরে আইওএস ইউজারদের জন্য চালু হয়েছে ‘টিপস’ নামের ফিচারটি। সম্প্রতি টুইটারের তরফে ঘোষণা করা হয়েছে এবার অ্যান্ড্রয়েড ডিভাইসেও মিলবে টিপস। তবে এখনই ওয়েবে এটি পাওয়া যাবে না। কেবলমাত্র আইওএস ও অ্যান্ড্রয়েডে পাওয়া যাবে টিপসকে।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার টুইটার প্রোফাইলে এই সুবিধা পাবেন-

★ প্রথমে আপনার ফোনে টুইটার অ্যাপটি খুলুন।
★আপনার প্রোফাইলে যান।
★ তারপর ‘এডিট প্রোফাইল’ বাটনে ক্লিক করুন। সেখানে টিপসে ট্যাপ করুন।
★এরপর সংস্থার ‘জেনারেল টিপিং পলিসি’-তে সম্মতি দিন। তারপর টিপস অন করে রাখুন।
★এবার যে থার্ড পার্টি সার্ভিসটি যুক্ত করতে চান সেটিকে জুড়ে দিন।
★এখন কেউ আপনাকে আর্থিক সহায়তা করতে চাইলে তিনি টুইটারও তা করতে পারবেন। আপনার প্রোফাইলে জুড়ে রাখা টিপস অপশনে ক্লিক করে টাকা পাঠানো তো যাবেই। এমনকি বিটকয়েনও পাঠানো যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 12 =

Back to top button