Lead Newsআন্তর্জাতিক

মসজিদুল আকসায় গোলাগুলি, ১ ফিলিস্তিনি নিহত

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমের মসজিদুল আকসার কাছে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সাথে এক ফিলিস্তিনির গোলাগুলি হয়েছে। সোমবার সকালে এই গোলাগুলিতে এক ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হয়।

ইসরাইলি পুলিশ পরে ওই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। গোলাগুলিতে আরো এক ইসরাইলি বসতি স্থাপনকারী ও দুই ইসরাইলি সীমান্ত পুলিশ আহত হয়।

স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুসারে, নিহত ফিলিস্তিনি ৪২ বছর বয়সী ফাদি আবু শুখাইদিম জেরুসালেমের শুফআত শরণার্থী শিবিরের বাসিন্দা। তিনি স্থানীয় এক স্কুলের আরবি ভাষার শিক্ষক ছিলেন।

ইসরাইলি সংবাদমাধ্যমে জানানো হয়, নিহত ইসরাইলি বসতি স্থাপনকারীর বয়স ৩০ বছরের মতো। মাথায় গুলিবিদ্ধ হয়ে ওই বসতি স্থাপনকারী নিহত হন।

এছাড়া গোলাগুলিতে ৪৬ বছর বয়সী অপর এক ইসরাইলি বসতি স্থাপনকারী এবং ৩০ ও ৩২ বছর বয়সী দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান ও একটি ছুরি উদ্ধার করেছে।

এদিকে ইসরাইলি পুলিশ জানিয়েছে, নিহত ফিলিস্তিনি ফাদি আবু শুখাইদিম প্রতিদিনের মতোই মসজিদুল আকসায় ফজরের নামাজ আদায় করতে আসেন। নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে বাব আল-সিলসিলার কাছে ইসরাইলি পুলিশকে লক্ষ্য করে গোলাগুলি শুরু করেন। পরে পুলিশ গুলি করে তাকে হত্যা করে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদমাধ্যমে জানানো হয়, ফাদি আবু শুখাইদিমের আবাস শুফআত শরণার্থী শিবিরে কয়েক দিন আগেই ইসরাইলি পুলিশ তাণ্ডব চালিয়েছে।

ইসরাইলি পুলিশের তাণ্ডবের পরপরই রোববার এই গোলাগুলির ঘটনা ঘটলো।

সূত্র : আলজাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 3 =

Back to top button