ক্রিকেট

সাকিবকে টপকে মুস্তাফিজের নতুন রেকর্ড

টি-টোয়েন্টিতে একই ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট শিকারের দিক থেকে বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিবের এতদিনকার কীর্তি ভাঙেন মুস্তাফিজ।

রেকর্ড বলছে, সাকিব আল হাসান দেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মোট ৩৬টি উইকেট শিকার করেছেন। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে অংশ নিতে পারছেন তিনি। এই ফাঁকে সাকিবের রেকর্ড ভেঙে দিলেন মুস্তাফিজ।

গতকাল শনিবার, ২০ নভেম্বর, পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাক অধিনায়ক বাবর আজমকে বোল্ড করেন মুস্তাফিজ। এর মাধ্যমেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক মাঠে সর্বোচ্চ উইকেট নেওয়ার ক্ষেত্রে সতীর্থ সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান ফিজ।

এদিন কাটার মাস্টার মিরপুরে নিজের ২৬তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩৭তম উইকেট শিকার করেন। টি-টোয়েন্টিতে যা কোনো বোলারের এক মাঠে সর্বোচ্চ উইকেট শিকার। গতকালের আগ পর্যন্ত শীর্ষে থাকা সাকিব আল হাসানও এই মিরপুরেই ২৮ ম্যাচে ৩৬ উইকেট নিয়েছিলেন।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশি পেসার আল আমিন হোসেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মিরপুরে তিনি ২৭টি উইকেট শিকার করেছেন। চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের পেসার সোহেল তানভীর। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন পাকিস্তানের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২২টি উইকেট শিকার করেছেন তানভীর।

এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন দীনেশ নাকরানি। উগান্ডার বংশোদ্ভূত ভারতীয় এই পেসার কিগালি ক্রিকেট স্টেডিয়ামে শিকার করেছেন মোট ২০টি উইকেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =

Back to top button