বিএনপি-পুলিশ সংঘর্ষ; আহত ২০
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতির দাবিতে আয়োজিত দলটির পূর্বঘোষিত কর্মসূচিতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আজ সোমবার, ২২ নভেম্বর, নাটোর শহরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল সোয়া ১০টার দিকে নাটোর শহরের আলাইপুরে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।
এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি ছাবিনা ইয়াসমিন ছবি দাবি করেন, বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করছিলেন তারা। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ বিএনপির নেতাকর্মীদের বেধড়ক লাঠিচার্জ করে এবং টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করে দেয়।
তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীরাও এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। উভয়পক্ষের সংঘর্ষের মধ্যে একজন সাংবাদিকের মাথায় ইটের আঘাত লাগে। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তিনিসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি, মুনুসর রহমান এ বিষয়ে বলেন, বিএনপি যাতে শান্তিপূর্ণভাবে তাদের অনশন কর্মসূচি সম্পন্ন করতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা এ সময় তাদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে তিনিসহ পুলিশের কয়েকজন সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে লাঠিচার্জের পাশাপাশি টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।