Lead Newsআন্তর্জাতিক

সোলেইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে ৩ হাজার মার্কিন সেনা মোতায়েন

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে অতিরিক্ত তিন হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকে এসব সেনা পাঠানো হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার আদেশ দেয়ার পরই এমন পদক্ষেপ নেয়া হলো।

প্রতিশোধমূলক হামলার জবাব দিতেই যুক্তরাষ্ট্র নতুন করে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে বলে দেশটির প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, সপ্তাহের শুরুতে বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে টানা দুদিনের বিক্ষোভের পর কুয়েতে পাঠানো ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ৭০০ সেনার অতিরিক্ত নতুন করে এসব সেনা মোতায়েন করা হচ্ছে।

শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন।

হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন।

ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলায় ২৫ যোদ্ধা নিহত হওয়া এবং এর জের ধরে বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে টানা দুদিনের বিক্ষোভের পর এ হামলার ঘটনা ঘটে।

জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘কঠিন প্রতিশোধ’ নেয়ার হুশিয়ারি দিয়েছেন। প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ইরাকি মিলিশিয়া সংগঠনগুলোও।

সোলেইমানিকে হত্যার আগে কী ঘটেছিল

গত রোববার ইরাকে কাতাইব হেজবোল্লাহ নামে মিলিশিয়া বাহিনীর অবস্থানের ওপর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র – যাতে ২৫ জন নিহত হয়।

এর আগে একটি সামরিক ঘাঁটির ওপর রকেট হামলায় একজন আমেরিকান ঠিকাদার নিহত হবার পর পাল্টা ব্যবস্থা হিসেবেই ওই হামলা চালায় আমেরিকানরা। এর পর কাতাইব হেজবোল্লাহর ওপর আক্রমণে নিহতদের স্মরণে শোক মিছিলে আগত বিক্ষোভকারীদের হাতে বাগদাদে মার্কিন দূতাবাস আক্রান্ত হয়।

এর কয়েকদিনের মধ্যেই সোলেইমানির ওপর বিমান হামলা চালানো হলো।

 

আরও খবর জানুনঃ আন্তর্জাতিকইরানের ইতিহাস

Tag: Latest world politics news, Latest world news politics

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =

Back to top button