ভারতে ব্ল্যাসফেমি আইনের প্রণয়নের দাবি মুসলিম নেতৃবৃন্দের
নবী হযরত মোহাম্মদ (সা.) ও অন্যান্য ধর্মগুরুর বিরুদ্ধে কেউ নিন্দা করলে তাকে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন ভারতীয় মুসলিম নেতারা। শাস্তি নিশ্চিত করতে ব্ল্যাসফেমি আইন প্রণয়নের দাবি তুলেছেন তারা।
মুসলিমদের পক্ষে রোববার এই দাবি জানায় দেশটির প্রভাবশালী সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি)। ভারতে মুসলিমদের বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত দিয়ে থাকে এআইএমপিএলবি। খবর হিন্দুস্তান টাইমসের।
রোববার উত্তরপ্রদেশের কানপুরে এআইএমপিএলবির প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে দুই দিনের এক সম্মেলন থেকে প্রস্তাবনার অংশ হিসাবে বেশ কিছু দাবি তোলা হয়েছে।
এর মধ্যে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক ও উসকানিমূলক পোস্টের লাগাম এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এআইএমপিএলবি।
বোর্ডের দাবি, বিভিন্ন ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন বিষয়কে ক্রমাগত অপমান করা হচ্ছে। ধর্মীয় বিশ্বাসকে রক্ষা করার জন্য, কারো আবেগে যাতে আঘাত না লাগে সেটি দেখার জন্য এই আইন আনা দরকার।